বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১১:৩৭:৫৭

ভারতের এই রাজ্যে একাধিক সন্তান নিলে বেতনও বাড়বে একাধিকবার!

ভারতের এই রাজ্যে একাধিক সন্তান নিলে বেতনও বাড়বে একাধিকবার!

আন্তর্জাতিক ডেস্ক: একটির বেশি সন্তান নিলে পাওয়া যাবে বাড়তি বেতন। বাড়িতে সন্তান পালনের জন্য সহায়তাকারী কাউকে বহাল রাখলে তার বেতনও দেবে সরকারই। জাপান-নিউজিল্যান্ড নয়, রাজ্যবাসীকে এই 'অফার' দিয়েছে সিকিম। 

ভারতের সিকিম সরকার খতিয়ে দেখেছে, সিকিমের ইনডিজেনাস জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ কমছে। নিজস্ব জনজাতির এই সংকটের ফলে বড় মাপের সমস্যা তৈরি হতে পারে আগামী দিনে। তাই সরকার এই অফার দিচ্ছে। এর আগেও সিকিম সরকার এ সংক্রান্ত প্যাকেজ ঘোষণা করেছে। 

গত নভেম্বরে সিকিম সরকারের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও সুবিধা ইত্যাদি ঘোষণা করা হয়েছিল। সিকিম সরকার সে দেশের মহিলা সরকারি কর্মচারীদের একাধিক সন্তান নিতে উৎসাহিত করছে। 

সিকিম সরকার জানিয়েছে, সরকারের তরফে প্রস্তাব করা হয়েছে, একটির বেশি সন্তান নিলে পাওয়া যাবে বাড়তি বেতন আর বাড়িতে সন্তানপালনের জন্য সহায়তাকারী কাউকে রাখলে তার বেতনও দেবে রাজ্য সরকারই।

সিকিমে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। এ রাজ্যের নারীরা একটির বেশি সন্তান নিতে আগ্রহী নন। সিকিমের আদিবাসী ভুটিয়া ও লিমবু সম্প্রদায়ে একাধিক সন্তান নেওয়া প্রবণতা আশঙ্কাজনক হারে কমেছে। 

সেটা যাতে বাড়ে সেই দিকে তাকিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সেখানকার মহিলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর কথা প্রস্তাব করেছেন। 

তার প্রস্তাবনা অনুযায়ী, তারা দ্বিতীয় সন্তান নিলে এক দফা বেতন বাড়বে, এর বেশি সন্তান নিলে বেতন আরও বাড়ানো হবে। কদিন আগে সিকিমের রাজধানী গ্যাংটকে এক অনুষ্ঠানে প্রেম সিং তামাং একথা বলেছিলেন।

তিনি বলেন, ‘স্থানীয় মানুষের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা বেশ কম। এটা সিকিমের জন্য বড় একটি সমস্যা। এই প্রবণতা দূর করতে আমাদের কিছু করতেই হবে। মহিলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সন্তান লালনপালনের জন্য বাড়িতে যদি সহায়তাকারী রাখতে চান তবে সেই অর্থও রাজ্য সরকারই দেবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে