রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:১৭:০৪

ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪১ জনের মৃত্যু

ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে,  রোববার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে।

বেলুচিস্তানের একটি জেলার লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম ডনকে বলেছেন, গাড়িটি একটি সেতুতে বিধ্বস্ত হয়েছিল, যার ফলে এটি একটি গিরিখাতে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

হামজা আনজুম বলেন, মৃতদেহগুলো ভয়াবহ আকারে পুড়ে গেছে। তাদেরকে সাধারণভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এসব মৃতদেহ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য করাচিতে নিয়ে যাওয়া হচ্ছে। শনাক্তের পর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

লাসবেলা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে ট্র্যাফিক দুর্ঘটনা সাধারণত ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে ঘটে, যার ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। ডনের খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে যাওয়ার সময় বাসটিতে থাকা ৪৮ জনের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে তাকে উদ্ধৃত করা হয়েছে।

পাকিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ। সেখানে ট্রাফিক নিয়ম খুব কমই মানা হয় এবং অনেক গ্রামীণ এলাকায় রাস্তার অবস্থা খারাপ। সম্প্রতি বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ভ্যান গভীর খাদে পড়ে যাওয়ায় এক পরিবারের নয়জন সদস্য সহ জুন মাসে কমপক্ষে ২২ জন নিহত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে