মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৪২:২৭

মেসির দেশ আর্জেন্টিনা থেকে এলো বিশেষ উপহার!

মেসির দেশ আর্জেন্টিনা থেকে এলো বিশেষ উপহার!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগেই পেয়েছিলেন। এ বার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জার্সি।

খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী মোদি। যে কোনও সাফল্যে সামাজিক মাধ্যমে তাদের অভিনন্দন জানান। ভারতের খেলোয়াড়রা বিদেশে বড় কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে প্রধানমন্ত্রী নিজে ফোন করে কথা বলেন। ভবিষ্যতের জন্য উৎসাহিত করেন। শুধু ভারতীয় নয়, বিদেশিদেরও অনেক সময় অভিনন্দন জানান মোদি। 

কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার পর মেসির দলকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। লিখেছিলেন, ‘‘এটি ফুটবলের সব থেকে রোমাঞ্চকর ম্যাচ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অনেক অভিনন্দন। প্রতিযোগিতায় তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা এবং মেসির সাফল্যে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত!’’

খেলোয়াড়রা অনুরোধ করলে ব্যস্ত সূচি থেকে বের করে সময় দেন মোদি। খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর জন্য নিয়ে যান নানা উপহার। তেমনই এবার উপহার এলো আর্জেন্টিনা থেকে। মোদির জন্য এসেছে মেসির একটি জার্সি। সেই জার্সি হাতে নিয়ে প্রধানমন্ত্রী মোদির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম স্পনসর সে দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সংস্থা ওয়াইপিএফ। ভারতে উদযাপন করা হচ্ছে শক্তি সপ্তাহ। সেই সংক্রান্ত অনুষ্ঠানের অতিথি হিসাবে ভারতে এসেছেন ওয়াইপিএফের শীর্ষ কর্তা পাবলো গঞ্জালেস। তিনিই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মেসির নাম লেখা জাতীয় দলের জার্সি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে