শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০২:৫৮:০০

জান্তা সরকারের নির্বাচন বিলম্বের ইঙ্গিত মিয়ানমারে

জান্তা সরকারের নির্বাচন বিলম্বের ইঙ্গিত মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে নির্বাচন বিলম্বের ইঙ্গিত দিয়েছে জান্তা সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে এএফপি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে। 

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটির সশস্ত্র বাহিনী নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এর পর থেকে দেশটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। 

দেশের বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে জান্তা বাহিনী ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো শুরু করে। দেশজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখেই জান্তা সরকার নির্বাচন ঘোষণা করে। 

তবে অনেক স্থানেই প্রতিরোধ যোদ্ধারা জান্তাদের নির্বাচনি প্রস্তুতি পণ্ড করে দিয়েছে। তার মধ্যেই এলো নতুন সিদ্ধান্ত। অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে