শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৯:৪২:৫১

যখন কলকাতায় আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী!

যখন কলকাতায় আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী!

এমটিনিউজ২৪ ডেস্ক : কয়েকদিনের মধ্যেই শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যে বসন্তের প্রথম ঝড়বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যেই পরের দফার ঝড়ের জন্যও সতর্ক করে রাখলেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশ কুমার দাস। তার মতে, আগামী সপ্তাহেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

গণেশ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে একটি আবহাওয়ার গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। উত্তর প্রদেশ থেকে এই অক্ষরেখা বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গেও বিস্তৃত। 

যার ফলে রাজ্যে এই সপ্তাহান্ত থেকেই আবহাওয়ায় বেশ কিছু বদল লক্ষ করা যাবে। শনিবার থেকে রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংসহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে চলেছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এটি প্রথম দফার ঝঞ্ঝা।

এই কর্মকর্তা জানিয়েছেন, তারা ওই অক্ষরেখায় নজর রেখে দেখেছেন যে পরের সপ্তাহেও আরো একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। তা যদি হয়, তবে তাতে আক্রান্ত হবে মূলত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলো।

আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা বলেছেন, ‘বুধবার থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। যার জেরে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।’ একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

আপাতত শনিবার এবং রবিবার উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতা এবং তার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। তবে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে