শনিবার, ১১ মার্চ, ২০২৩, ০১:৪১:২৩

গ্রেপ্তার হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

গ্রেপ্তার হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতিবিরোধী সংস্থা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী কুয়ালালামপুরের একটি আদালতে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংক্রান্ত আইনের আওতায় মুহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। 

তার সরকারের চালু করা অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্প নিয়ে এ অভিযোগ আনা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। আলজাজিরার খবরে বলা হয় মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের কাছে মুহিউদ্দিনের পরাজয়ের তিন মাসের মাথায় তিনি গ্রেপ্তার হওয়ায় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

তার বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে এমএসিসি। মুহিউদ্দিন সরকারি প্রকল্পে ভুল কোনো কিছু করার কথা অস্বীকার করেন। বলেছেন, তিনি কোনো দুর্নীতি করেননি। 

সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে ছয়টি রাজ্যে আঞ্চলিক নির্বাচন হওয়ার আগে দিয়ে তিনি গ্রেপ্তার হলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে