রবিবার, ১২ মার্চ, ২০২৩, ০৩:১৬:৫৭

৯১ ঘণ্টা ট্যাটু এঁকে বিশ্বরেকর্ড

৯১ ঘণ্টা ট্যাটু এঁকে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও সত্য আর তা হলো  এক বা দুই নয়, একটানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু আঁকলেন এক শিল্পী।  এই কাজটি করেছেন ভারতের শহর ভাদোদারার ইশান রানা। এ সময়ের মধ্যে তিনি ৬৪ জনকে ট্যাটু এঁকে দিয়েছেন। রানা ট্যাটু আঁকা শুরু করেন ৩ মার্চ। 

একটানা ৯১ ঘণ্টা শেষে তার কাজ শেষ হয় ৭ মার্চ। এ সময়ের মধ্যে তিনি ৬৪ জনের ৭৪টি ট্যাটু এঁকেছেন। আর এতে হয়ে গেছে বিশ্বরেকর্ড। এ ট্যাটুশিল্পী মূলত বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এতটা সময় টানা কাজ করে গেছেন। আর এ কাজই তাকে এনে দিয়েছে বিশ্ব স্বীকৃতি। 

পূর্বের রেকর্ডটি ছিল ৬১ ঘণ্টা ৩৭ মিনিট, যা ইতালির জিওভানি ভাসালো ২০২২ সালের আগস্টে করেছিলেন। প্রতি চার ঘণ্টা পর ২০ মিনিট বিরতি দেওয়া যেত জানিয়ে রানা জানান, তিনি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত পরামর্শ করছিলেন, যেন সব নিয়ম ঠিকভাবে অনুসরণ করা যায়। ইউপিআই সূত্রে এ তথ্য জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে