সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ০৮:৫১:০৮

দেউলিয়া ঘোষণা হলো সিলিকন ব্যাংক

দেউলিয়া ঘোষণা হলো সিলিকন ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি দেশকে যেন থমকে দিয়েছিল। এর পর থেকেই একের পর এক দেশে নিত্যপণ্য, দ্রব্যমূল্য যেন আকশছোঁয়া। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক দেউলিয়া হওয়ার খবর। সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। 

এ ছাড়া ২০০৮ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকের এমন বড় ব্যর্থতায় গ্রাহকদের আমানতের নিয়ন্ত্রণ নিয়েছে ওই নিয়ন্ত্রক সংস্থা। গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসি অনলাইনের। 

বিবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ও প্রযুক্তি খাতের প্রধান ঋণদাতা এই আর্থিক প্রতিষ্ঠানটি উচ্চ সুদ হারের কারণে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি পূরণে বাজার থেকে অর্থ উঠাতে ব্যর্থ হলে এই পরিস্থিতি তৈরি হয়। এদিকে এ খবরে ব্যাংকটির সাধারণ বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এতে ব্যাংকটির শেয়ারের ব্যাপক দরপতন হয়। এ ছাড়া এ ঘটনা দেশটির ব্যাংকিং খাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বলছে, আমানতকারীদের সুরক্ষায় তারা পদক্ষেপ নিয়েছে। আর নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটির দায়িত্ব নেওয়ার সময় বলেছে, সিলিকন ভ্যালি ব্যাংক অপর্যাপ্ত তারল্য ও দেউলিয়াত্বের মুখে পড়েছে। 

নিয়ন্ত্রক সংস্থা দ্য ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশ (এফডিআইসি) বলেছে, তারা ব্যাংকটিতে রাখা আমানতের প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের দায়িত্ব নিয়েছে। যা যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম আমানত। সাধারণত এ সংস্থাটি আড়াই লাখ মার্কিন ডলার পর্যন্ত আমানতের সুরক্ষা দিতে পারবে। 

সংস্থাটি আরও জানায়, ব্যাংকটির বিভিন্ন শাখা কার্যালয়গুলো খোলা হবে। তবে বিমাকৃত আমানতকারীরা সোমবার সকালের আগে তহবিলে প্রবেশাধিকার পাবে না। আর ব্যাংকের সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ বীমা করেনি এমন আমানতকারীদের দেওয়া  হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে