সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:২৮:৩৯

শক্তিশালী কালবৈশাখী ধেয়ে আসছে! যে সকল জেলায় সম্ভাবনা

শক্তিশালী কালবৈশাখী ধেয়ে আসছে! যে সকল জেলায় সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতাকে জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই দিতে বুধবার থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে?

পূর্বাভাস আগেই ছিল। সেই মতো সপ্তাহান্তেই ভিজল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। চিটেফোটা হলেও ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাইল মিলল। যদিও কলকাতায় বৃষ্টি (Rainfall In Kolkata) হয়নি। তবে আগামী দু'দিনের মধ্যেই শহরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

ধেয়ে আসছে ঝড় বৃষ্টি মার্চ মাস পড়তে না পড়তেই জ্বালাপোড়া গরম বাংলায়। ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বঙ্গে। বেড়েছে আবহাওয়াজনিত অস্বস্তিও। তবে এর মধ্যেই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা পর থেকেই এ রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে।

কলকাতায় কবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় রয়েছে। গুমোট আবহাওয়ার থেকে শহর কলকাতার মুক্তি কবে? হাওয়া অফিস জানাচ্ছে, সোম এবং মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি শুরু হবে আগামী বুধবার থেকে। ১৫ মার্চের সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে কলকাতায়। যা বৃহস্পতি এবং শুক্রবার আরও বাড়বে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

কলকাতার তাপমাত্রা কত? আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। অনুমান করা হচ্ছে, বুধবার সন্ধ্যার পর থেকে শহরের তাপমাত্রা সামান্য হলেও নিম্নমুখী হবে।

কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা? আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ইতিমধ্যেই মরশুমের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বৃহস্পতি এবং শুক্রবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলির কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রবিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়া এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামান্য কমতে পারে তাপমাত্রার পারদও। একইসঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুলিতে ও বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ হেরফেরের কোনও সম্ভাবনা নেই।

কেন বৃষ্টিপাত বঙ্গে? IMD সূত্রে খবর, উত্তরে কর্নাটক পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। একইসঙ্গে রয়েছে পূবালি হাওয়ার প্রভাবও। আর এই দুইয়ের কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে