মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ০৯:০৯:৩৪

ইমরানকে যে কারণে নির্বাচনে অযোগ্য ঘোষণা

ইমরানকে যে কারণে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : অনেকদিন ধরেই উত্তাল পাকিস্তান তোশাখানা ইস্যুতে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত বছর এ প্রশ্নে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসবের মধ্যেই গত ২০ বছর ধরে সরকারি কর্মকর্তারা বিদেশিদের কাছ থেকে যেসব উপহার গ্রহণ করেছেন, সেসবের বিস্তারিত প্রকাশ করেছে পাকিস্তান সরকার। 

নথি অনুসারে, কয়েকটি উপহার ছাড়া বেশিরভাগই বিনামূল্যে রেখেছিলেন গ্রহীতারা। জারদারি এবং নওয়াজ শরিফ একটি করে বুলেটপ্রুফ গাড়ি পেয়েছিলেন। তোশাখানায় কিছু অর্থ জমা দিয়ে এই গাড়িগুলো তারা রেখে দিয়েছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী পাঁচটি মূল্যবান হাতঘড়ি, অলঙ্কার এবং অন্যান্য জিনিসপত্র পেয়েছেন। পারভেজ মোশাররফ ও শওকত আজিজ এক পয়সা না দিয়েই শত শত বিদেশি উপহার নিজেদের কাছে রেখেছেন।

বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারের বিনিময়ে এই সরকারি পদধারীরা; বিশেষ করে শাসকরা কোটি কোটি টাকার উপহার নিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে