বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ০২:৪০:৪৬

আসন্ন রমজানে ৮ লাখ বিদেশি ওমরাহ করবেন

আসন্ন রমজানে ৮ লাখ বিদেশি ওমরাহ করবেন

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে এখন চলছে ওমরাহ করার মৌসুম। আসন্ন রমজান মাসে ওমরাহর জন্য নিবন্ধন করেছেন প্রায় ৮ লাখ বিদেশি মুসল্লি। বিদেশি হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকারের পরিচালিত অ্যাপ নুসুকে তারা এই নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন। খবর গালফ নিউজের।

এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি আবদুল রহমান শামস। তিনি বলেন, ‘রমজান মাসে ওমরাহ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৮ লাখ বিদেশি যাত্রী নিজেদের নাম নুসুক প্ল্যাটফরমে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি, সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।’

বিদেশি মুসল্লিদের হজ ও ওমরাহ পালনের জন্য নুসুক নামের অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। নিজেদের নাম নিবন্ধনের পাশাপাশি হজ ও ওমরাহযাত্রীদের জন্য সরকারের নির্দিষ্ট করা বিভিন্ন প্যাকেজ গ্রহণ করার ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদের।

সৌদির বর্তমান প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার ওমরাহ এবং হজকে কেন্দ্র করে দেশটির পর্যটন খাতকেও সম্প্রসারিত করতে চাইছে। এ কারণে গত বছর ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন।

চলতি বছরের ওমরাহ মৌসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লাখ বিদেশি যাত্রী ওমরাহ পালনের জন্য সৌদি আরব আসবেন বলে দেশটির সরকার আশা করছে বলে জানিয়েছেন আবদুল রহমান শামস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে