বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ০৭:৩৮:৫৪

ঘুস খাওয়ার অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীর কাছে চিঠি!

ঘুস খাওয়ার অনুমতি চেয়ে পাক প্রধানমন্ত্রীর কাছে চিঠি!

আন্তর্জাতিক ডেস্ক : বিগত কয়েক মাস ধরে আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। ফলে নাগরিকদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সংসারের প্রয়োজনে ঘুস খাওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

ডেইলি পাকিস্তান ও ফার্স্টপোস্টের প্রতিবেদ সূত্রে জানা যায়, পাক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই কর কর্মকর্তা বলেছেন, এ মুহূর্তে আমাদের প্রিয় দেশের বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি অবগত। দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফেরাতে আপনার সরকার চেষ্টার কসুর করছে না।

চিঠিতে তিনি আরও লিখেছেন- কর কর্মকর্তা হিসেবে গত ৪ বছর ধরে তিনি কাজ করছেন। কিন্তু কখনই দুর্নীতির সঙ্গে নিজেকে জড়াননি। তবে দেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে দুর্নীতি করা ছাড়া তার আর কোনো উপায় নেই। 

দুর্নীতির কার্যকলাপে যুক্ত হলে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন। ফলে সহজেই ন্যূনতম দৈনন্দিন চাহিদা মেটাতে পারবেন বলে চিঠিতে বলেছেন ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, আর্থিক সংকটে পাকিস্তানে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে ৪৭ শতাংশে পৌঁছেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির মানুষ। 

এমন পরিস্থিতির মাঝে ন্যূনতম চাহিদা পূরণে দুর্নীতির রাস্তায় হাঁটতে চেয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিলেন এই শীর্ষ কর কর্মকর্তা; যা ঘিরে হইচই শুরু হয়েছে পুরো পাকিস্তানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে