বুধবার, ১৭ মে, ২০২৩, ০৫:৩৮:২১

অবশেষে কমলো স্বর্ণের দাম

অবশেষে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। প্রতি আউন্সের দাম ২০০০ ডলারের নিচে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর রয়েছে। ফলে প্রত্যাশার চেয়ে দেরিতে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। আপাতত দেশটির জাতীয় ঋণের সীমা নিয়ে আলোচনায় মনোযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। তাতে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

মঙ্গলবার (১৬ মে) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৯০ ডলার ৮৯ সেন্টে। একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯৪ ডলার ৭০ সেন্টে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি খুচরা বিক্রি বেড়েছে। এতে ডলারের মান বেড়ে গেছে। পাশাপাশি ১০ বছর মেয়াদী ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।

গত সোমবার রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন জানান, মূল্যস্ফীতি কমাতে প্রয়োজনে সুদের হার আরও বাড়িয়ে যেতে স্বাচ্ছন্দবোধ করছেন তিনি।

ক্লিভল্যান্ড ফেডের প্রধান লরেটা মেস্টার বলেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এখনও এমন পর্যায়ে যায়নি, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য সুদের হার স্থিতিশীল রাখতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে