বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৮:২১

দুনিয়ার রঙ্গ-তামাশা হচ্ছে শয়তানের ধোঁকা : হ্যাপী

দুনিয়ার রঙ্গ-তামাশা হচ্ছে শয়তানের ধোঁকা : হ্যাপী

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে নানা কারণে বাংলাদেশের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী সংবাদের শিরোনাম আসেন। তার কিছু কার্যকালাপ এবং আচরণের কারণে বিতর্কিত হয়েছেন তিনি। কিছুদিন আগে চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন এই আলোচিত তারকা। তার পর যোগদেন তাবলিগে পবিত্র কোরআন শরীফ উপহার পেয়ে সকলকে কােরআনের পথে আসার আহ্বান জানান। এবার সকল মুসলমান ভাইবোনদের নামাজের আহবান জানালেন। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহবান জানান। এসময় তিনি দুনিয়ার রঙ্গ-তামাশাকে শয়তানের ধোকা হিসেবে উল্লেখ করেন। হ্যাপীর ফেজবুক থেকে সেই স্ট্যাটাসটি এমটিনিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

'আচ্ছা, আযান শোনার পরেও আমরা কিভাবে নামাজ আদায় থেকে দূরে থাকি? আমাদের মনে কি একটুও ভয় লাগে না? এই কাজ, সেই কাজ করে নামাজকেই দূরে ঠেলে দেই? যে নামাজ বেহেস্তের চাবি। আমরা সবকিছু করার সময় পাই অথচ নামাজ আদায়ের ক্ষেত্রে কোনও সময় নেই ! বাহ ! দুনিয়া আমাদের কাছে কতই না দামি হয়ে গেল ! যেই দুনিয়া মহাসমুদ্রের তীরে শুধু বালি দিয়ে প্রাসাদ বানানোর মতো, যেটা পরবর্তী ঢেউ আসার সঙ্গে সঙ্গেই সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে এবং আর কোনও অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। আমরা এই দুনিয়ার মোহেই পড়ে আছি! ভাল পথে চলতে কি খুব কষ্ট? আমরা সময়মত টিভিতে সিরিয়াল দেখতে পারছি, ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতে পারছি, সিনেমা হলে বসে সিনেমা দেখতে পারছি, খাওয়া দাওয়া ভুলে গিয়ে রঙিন দুনিয়ায় মত্ত হতে পারছি! শুধু আল্লাহের পথেই চলতে অসুবিধা! তাই না?

আমরা কেন বুঝব না যে, আল্লাহর ইবাদাত করব বলেই তো পৃথিবীতে এসেছি, আর কিছুর আশায় নয়। এই দুনিয়ার রঙ্গ-তামাশা হচ্ছে শয়তানের ধোকা।এই ধোকা আর শয়তানের ফাঁদে পা দিলাম তো জান্নাত হারাম হয়ে গেল। অতএব, আল্লাহকে খুশি করতে সবকিছু করতে হবে। মহান আল্লাহ যা যা আদেশ ও নিষেধ করেছে তার সব মেনে চলতে পারলেই আল্লাহ খুশি হবেন ও অনন্ত জীবনের সুখ লাভ করতে পারব। পরকালের কথা বেশি বেশি ভাবুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার সময় বড্ড কম, আজেবাজে কাজে সময় নষ্ট না করে আসুন আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করি। আমীন।'
০৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে