বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৬:৪০

‘পারবো না আমি ছাড়তে তোকে’

‘পারবো না আমি ছাড়তে তোকে’

সৌগত চক্রবর্তী: ২০১৪–তে বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন–কে নিয়ে ওপার বাংলায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘বরবাদ’। এবার প্রায় এক বছর পরে আবার ওপার বাংলায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর ছবি ‘পারবো না আমি ছাড়তে তোকে’। এই ছবির নায়কও সেই বনি সেনগুপ্ত। কিন্তু নায়িকা নতুন, কৌশানি মুখোপাধ্যায়। এই ছবিতেও সেই একই প্রেমের রাস্তায় হেঁটেছেন পরিচালক রাজ।

তবে, সে কথা মানতে রাজি নন পরিচালক। বললেন, ‘এই ছবিতে প্রেম থাকলেও তা একটু অন্যরকমভাবে ধরা পড়েছে ছবিতে। এখন নগর সভ্যতা ধীরে ধীরে গ্রাস করছে বাংলার গ্রামগুলোকেও। শহুরে আবহাওয়া, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এখন শহর থেকে পৌছে গেছে গ্রামেও। যদিও গ্রামীণ সমাজের তেমন কোনও পরিবর্তন ঘটেনি। আসলে শহুরে জীবন বাইরে থেকে একটা মুখোশের মতো জড়িয়ে ধরেছে গ্রামকে। এই শহুরে আগ্রাসন কীভাবে প্রভাব বিস্তার করে গ্রামের দুই যুবক, যুবতীর প্রেমের গল্পে, কীভাবে পাল্টে যায় গ্রামীণ প্রেমের রূপ, সেটাই ধরা হয়েছে এই ছবিতে।’

ছবির কেন্দ্রীয় চরিত্র শিবনাথ ওরফে শিবু এবং অপু ওরফে অপর্ণা। এই দুটি চরিত্রেই অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। আগেই বলা হয়েছে এর আগে রাজের পরিচালনাতেই ‘বরবাদ’ ছবিতে অভিনয় করেছিলেন বনি। রাজ বললেন, ‘বনি আমার আবিষ্কার। তাই অন্য কেউ বনিকে ব্যবহার করার আগে আমি ওকে ইচ্ছে মতো ব্যবহার করে নিতে চাই। সব পরিচালকরাই অবশ্য তাই চায়।’

আর অন্যদিকে, এটাই কৌশানির প্রথম ছবি। কৌশানি বললেন, ‘আমি কোনওদিন অভিনয় করিনি, সাইকেল চালাইনি। কিন্তু এই ছবিতে আমাকে যেমন অভিনয় করতে হয়েছে, তেমনি সাইকেলও চালাতে হয়েছে।’

গল্পে একই গ্রামের শিবু আর অপর্ণা প্রতিবেশী। দিনের বেশিরভাগ সময়টাই তারা একসঙ্গে কাটায় আবার দুজনের দেখা হলে ঝগড়াও অবশ্যম্ভাবী। অপর্ণা যেমন বড়লোকের মেয়ে, তেমনি শিবুর রোজগারেই কোনওরকমে সংসার চলে শিবু আর তার মায়ের। কাজেই সামাজিক অবস্থানের দিক দিয়েও তাদের যোজন দূরত্ব। শিবু যেমন সবসময় অপুকে জব্দ করার চেষ্টা করে তেমনি অপুও তার উত্তর দিতে দ্বিধা করে না। এইভাবেই এক সময়ে পরস্পরকে জব্দ করতে শিবু কবিতার সঙ্গে এবং অপু আদিত্যর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। তারপর কী হল তা নিয়েই ছবির গল্প।

তবে, এটাও বলে নেওয়া যায়, রাজের এই ছবিও তেলুগু ছবি ‘উয়ালা জামপালা’–র রিমেক। শ্রীভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির শুটিং হয়েছে নদীয়ার গাজনঘাটে। এই ছবি মুক্তি পাবে আগামী শুক্রবার, ১১ সেপ্টেম্বর।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে