বুধবার, ১৬ মে, ২০১৮, ০৪:৩৩:১৩

আইয়ুব বাচ্চুর 'সেই তুমি'র নকল হলো পাকিস্তানে!

আইয়ুব বাচ্চুর 'সেই তুমি'র নকল হলো পাকিস্তানে!

বিনোদন ডেস্ক: আইয়ুব বাচ্চুর 'সেই তুমি' গানটি শোনেননি এমন ব্যান্ড গানের শ্রোতা পাওয়া দুস্কর। সবসময়ের সব শ্রেণির মানুষদের কাছে এই গান যেমন গ্রহণযোগ্য তেমনি একটি আসর জমিয়ে ফেলতে গেলেও কোরাস কণ্ঠে চলে আসে-

'চলো বদলে যাই,

তুমি কেন বোঝো না

তোমাকে  ছাড়া আমি অসহায়'

এলআরবি ব্যান্ডের অন্যতম গান... 'সেই তুমি কেন এত অচেনা হলো।

'সম্প্রতি গানটির সুরের ওপর ভিত্তি করে যে সঙ্গীত রয়েছে পাকিস্তানের একটি তথ্যচিত্রের ওপর ব্যবহার করা হয়েছে। পাকিস্তানি তথ্যচিত্রের ওপর 'সেই তুমি গানটির মিউজিক অবাকই করেছে বলা যায় এদেশের তরুণদের।

'ইয়ে হ্যায় পাঞ্জাব, মেরা পাঞ্জাব নামে' পোস্ট করা একটি টিজারে দেখা যায় পাকিস্তানের পাঞ্জাবের প্রকৃতি, সমাজ ব্যবস্থা তুলে ধরা হয়েছে। সেই সাথে তুলে ধরা হয়েছে সায়রা শাহরুজ নামের এক তরুণীর জীবনধারা। পুরো আয়োজনটি প্রকাশিত হবে ২২ মে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে