রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৪৪:১৪

ভারতের মাটিতে পাক পতাকা উত্তোলন করে ঝামেলায় সালমান?

ভারতের মাটিতে পাক পতাকা উত্তোলন করে ঝামেলায় সালমান?

বিনোদন ডেস্ক: সম্প্রতি সলমন খানের ‘ভারত’ ছবির একটি লুক রিভিল করেন পরিচালক৷ ভারতের সীমান্তে দাঁড়িয়ে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ৷ পেছন ঘুরে দাঁড়িয়ে তাঁরা৷ তবে একেবারে অন্য অবতারে৷ ফরমাল স্যুট পরে সালমান অন্যদিকে শাড়ি এবং শাল গায়ে দিয়ে ক্যাটরিনা৷ একটি দৃশ্যের স্টিল এই পোস্ট৷ এই দৃশ্যে নাকি ওয়াঘা সীমান্তে পাকিস্তানের পতাকা উত্তোলনের কথা ছিল৷ ‘International Business Times’র প্রতিবেদন অনুযায়ী, এমনই একটি শট থাকার কথা ছিল ‘ভারত’ ছবিতে৷ সেই নিয়ে বিপদে পড়লেন সলমন৷

এই সিক্যুয়েন্সটি শ্যুট করতে গিয়ে নিরাপত্তার সমস্যা শুরু হয়৷ অগত্যা শটটি সেই দৃশ্য থেকে বাদ দিতে হয়৷ কিন্তু পরিচালক আলি আব্বাস জাফর অনড়৷ সেখানেই শ্যুট করার অনুমতি না পাওয়ায় পঞ্জাবের একটি গ্রামে গিয়ে পাকিস্তানের পতাকা নাকি উত্তোলন করেন! আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী৷ সলমনের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেন তারা৷ ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা কীভাবে কেউ উত্তোলন করতে পারে? আর এতেই ভীষণই রেগে গিয়েছে গ্রামের লোকেরা৷

প্রসঙ্গত, স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভারত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওড টু মাই ফাদার’ ছবির রিমেক। হিন্দি রিমেকের পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকেও খানিকটা অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। স্ট্রাপিজ ও রোপ স্টান্টের মিক্স স্টান্ট দেখা যাবে ছবিতে। তাইতো প্রথম লুকের ছবিতে সলমনকে স্ট্যান্টম্যান হিসেবে দেখানো হয়েছিল৷ এ ছবিতে সলমনের প্রায় ৬০ বছরের সময়কালকে তুলে ধরা হয়েছে। সলমনের মোট পাঁচটি লুক এই ছবিতে দেখা যাবে।

সালমান, ক্যাটরিনার পাশাপাশি ছবিতে অভিনয় থাকছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, অতুল অগ্নিহোত্রী। কয়েক মাস আগে ট্যুইটার হ্যান্ডেলে ‘ভারত’ প্রথম লুক প্রকাশ করেছিলেন আলি আব্বাস জাফর। ছবিতে আগুনের রিংয়ের মাঝে বাইক নিয়ে দেখা যাচ্ছে ভাইজানকে।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে