বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮, ০১:০৭:৪২

নির্বাচনী জনসভায় যা বললেন ফেরদৌস – রিয়াজ

নির্বাচনী জনসভায় যা বললেন ফেরদৌস – রিয়াজ

বিনোদন ডেস্ক: বুধবার ১২ ডিসেম্বর বিকেলে গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন চলচ্চিত্রের দুই নায়ক ফেরদৌস ও রিয়াজ। বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আজ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এ সময় জনসভায় ফেরদৌস বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় আপনারাও শামিল হবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। ৩০ ডিসেম্বরের এই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন। আপনারা নিজেদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন তরান্বিত করতে নৌকায় ভোট দিন। বিশেষ করে তরুণদের বলব, আপনারা উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। অন্যদেরও নৌকায় ভোট দিতে উৎসাহ দেবেন, সহযোগিতা করবেন।’

এ সময় জনসভায় চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এ মাটিতেই জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান শায়িত।‘সামনে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। এদিন আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। 

রিযাজ আরও বলেন, আমার অভিনয়ের মধ্য দিয়ে আপনাদের যদি বিন্দুমাত্রও বিনোদন দিয়ে থাকি, তার বিনিমিয়ে নৌকায় ভোট চাইব। এই ভোট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভোটের মাধ্যমে জয়ী হলে পরে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পালন করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে