শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৯:০৬:৫১

সরি, আজিজ ভাই আপনাকে ভুল বোঝার জন্য : বাপ্পি চৌধুরী

সরি, আজিজ ভাই আপনাকে ভুল বোঝার জন্য : বাপ্পি চৌধুরী

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা নিয় বরাবরই সচেতন ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী । বিভিন্ন সময়েই তিনি কথা বলেছেন সিনেমার ইতিবাচক দিক নিয়ে। সিনেমা বাঁচাতে আন্দোলন করেছেন রাজপথে। আবার নতুন এমপিদের কাছে অনুরোধ করেছেন প্রতি জেলায় অন্তত ১টি করে সিনেমা হল বানিয়ে দিতে।

সেই বাপ্পি চেীধুরী আজ দুঃখিত, অনুতপ্ত! জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজের বিরুদ্ধে যাওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করে আজ এক ফেসবুক ষ্ট্যাটাসও দিয়েছেন।

যে ষ্ট্যাটাসে বাংলা সিনেমার এই লাভারবয় লিখেছেন, ‘দেশে সিনেমা নির্মাণ কমে এসেছে প্রায় শূন্যের কোটায় কোঠায়। প্রযোজকরা এখন ভয়ে ইনভেস্ট করছেন না। এফডিসিতে নাকি সিনেমা বানানোর পরিবেশ নেই, সেখানে এখন একে অপরে পিছনে লেগে থাকে এমন মন্তব্য তাদের।’

তিনি লেখেন, ‘অথচ ২০১৭ সালে রোজার ঈদে ‘নবাব’ ও ‘বস-২’ সিনেমা মুক্তির আগে চলচ্চিত্র পরিবার থেকে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম। বলা হয়েছিল, যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হলে, আমাদের দেশের শিল্পীদের কাজ বৃদ্ধি পাবে, ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র, সমৃদ্ধ হবে বাংলাদেশের চলচ্চিত্র।’

বাপ্পি চৌধুরী আরও লেখেন, ‘দেশের সিনেমার উন্নয়ন হবে এ কথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে, বিপক্ষে দাঁড়িয়েছিলাম যৌথ প্রযোজনার বিরুদ্ধে। এই জন্য যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি আজ বাপ্পি চৌধুরী; যে মানুষটির জন্য আমি আজ নায়ক; সেই আজিজ ভাইয়ের সাথে ঝগড়াও করেছি। যে মানুষটা আমার চলচ্চিত্রের সবচেয়ে কাছের ছিলেন তার থেকে দূরে সরে এলাম।’

‘কিন্তু এটা করে কী পেলাম? সিনেমার অবস্থা কী উন্নত হয়েছে? সিনেমা নির্মাণ কী বেড়েছে? নতুন বছর শুরু হলো আমদানি করা বিদেশি ছবি মুক্তি দিয়ে। যৌথ প্রযোজনায় নির্মিত ছবি হলেও তো আমাদের দেশের অনেক কলাকুশলী ও নায়ক-নায়িকা কাজের সুযোগ পেতেন। কিন্তু এখন তো আমদানি করে নিয়মিত ছবি মুক্তি দেয়া হচ্ছে।’

সবশেষে তিনি লেখেন, ‘যে ছবিগুলোতে আমাদের কেউ কাজের সুযোগ পাচ্ছে না। হিতে তো বিপরীতই হলো। অথচ দেশের সিনেমার উন্নয়ন হোক এটা আজিজ ভাই সব সময় চেয়েছেন। সিনেমা ডিজিটালাইজেশনের পথ বদলে দিয়েছেন। সরি, আজিজ ভাই আপনাকে ভুল বোঝার জন্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে