রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৩৫:২৫

আমার কাছে দেশের ঊর্ধ্বে কোনো কিছুই নয় : সুবর্ণা মুস্তাফা

আমার কাছে দেশের ঊর্ধ্বে কোনো কিছুই নয় : সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক : একুশে পদক ও সংরক্ষিত মহিলা আসনে এমপি পদে মনোনয়ন, সবমিলিয়ে এই বছরটা যেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জীবনের এক মহাপ্রাপ্তির বছর। তবে তিনি যে পেশায় বা যাই করুন সবার উপরে তার কাছে যে দেশ, সেটা বলতেও তিনি বিলম্ব করলেন না।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সুবর্ণা মুস্তাফা বলেন, আমার জন্য এটি একেবারেই নতুন একটি জায়গা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশের ঊর্ধ্বে কোনো কিছুই নয় আমার কাছে। আমি চাই প্রধানমন্ত্রী আমাকে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি শতভাগ দায়িত্ব পালনের চেষ্টা করব।

একুশে পদকে ভূষিত এই অভিনেত্রী আরো বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি তা শতভাগ পালন করার চেষ্টা করব। এ ছাড়া আমার ইচ্ছা আছে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার। পাশাপাশি আমি যে জায়গাটাকে ভালোবাসি, মানে সাংস্কৃতিক জগৎ, সেখানকার উন্নতির জন্য কাজ করে যাওয়া আমার দায়িত্ব বলে মনে করি। এই দায়িত্ব সুচারু রূপে পালনের চেষ্টা করে যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে