বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯, ০৪:৪৩:১৯

দুর্ভাগ্য যে আমাদের সিনেমা অনেক পিছিয়ে পড়েছে : শাকিব খান

দুর্ভাগ্য যে আমাদের সিনেমা অনেক পিছিয়ে পড়েছে : শাকিব খান

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে যে ঢাকাই চলচ্চিত্র খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, সেটা অন্যদের সাথে সাথে নিজেও স্বীকার করলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

চলচ্চিত্রের বর্তমান অবস্থান নিয়ে শাকিব খান বলেন, আমি সন্তুষ্ট নই। আমি চলচ্চিত্রের এই অঙ্গনে আরও এগিয়ে যেতে চাই। পাশাপাশি বাংলা সিনেমাকে অনেক উঁচুতে দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সিনেমা অনেক পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, যেকোনো কাজে সফলতার জন্য সবার আগে ইচ্ছাশক্তি থাকতে হবে। এরপর থাকতে হবে সেই কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা। নিজের কাজ নিজেকেই আগলে রাখতে হবে।

এদিকে, আশঙ্কাজনক হারে কমে গেছে দেশে সিনেমা নির্মাণ। যাও কয়েকটি মুক্তি পাচ্ছে, মান নিয়ে থেকে যাচ্ছে অনেক প্রশ্ন। লোকসান গুনতে গুনতে হতাশ প্রযোজকেরা। অন্যদিকে আয় নিয়ে সন্তুষ্ট নন প্রেক্ষাগৃহের মালিকেরা।

দেশের বাইরের ছবি প্রদর্শনেও রয়েছে কঠোর নিয়ম। তারপরও তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে নানাবিধ শর্ত আর নিয়মকানুন। এভাবে বেশি দিন চলতে পারে না। লোকসান গুনতে গুনতে পিঠ দেয়ালে ঠেকেছে। 

তাই প্রদর্শক সমিতির নেতারা প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন সমিতির নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে