বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯, ০৬:৩৪:০৯

হাতজোড় করে বলব, একটা সুযোগ দিন : মিমি চক্রবর্তী

হাতজোড় করে বলব, একটা সুযোগ দিন : মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : সিলভার স্ক্রিন থেকে সরাসরি রাজনীতির আঙিনায় অভিষেক হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মঙ্গলবার ভারতের লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। 

তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী তালিকায় নজর কেড়েছে ওপার বাংলা সিনেমার জনপ্রিয় দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম। কলকাতার যাদবপুরের মতো কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিমি। বসিরহাট থেকে নুসরাত। 

ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অভিনেত্রী বলেছেন, ''আমি কোনও সময় সব কিছু আগে থেকে পরিকল্পনা করে এগোই না। যেদিকে স্রোতে নিয়ে চলে, সে দিকেই চলি''।

অভিনয়জীবন থেকে রাজনীতিতে প্রবেশ। কী ভাবছেন? এমন প্রশ্নে মিমির জবাব, যেভাবে দিদি সবার পাশে ছিলেন, সবার সঙ্গে ছিলেন, সেভাবেই চলব। দিদির কাছে কৃতজ্ঞ।

ভোটারদের উদ্দেশে মিমি বলেন, 'হাতজোড় করে বলব, এতদিন আশীর্বাদের হাত মাথায় ছিল। আমার কাজ ভালোবেসেছেন। সবাইকে বলব, বিশ্বাস রাখুন পাশে থাকুন। একটা সুযোগ দিন।'

যাদবপুর কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর রাজনৈতিক স্পর্শকাতর এলাকা। কতটা কঠিন লড়াই? মিমির আত্মবিশ্বাসী জবাব, 'কঠিন-সহজ ভাবছি না। জীবনের নতুন যাত্রা। লোকের পাশে থাকতে চাই। লোকের জন্য কাজ করতে চাই।'  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে