মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১২:০৩:৫১

আজ আমরাই জিতব

আজ আমরাই জিতব

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রিয় দলকে নিয়ে নিজের প্রত্যাশা ও ভালোবাসার কথা বলেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
এবারের বিশ্বকাপটা আমি দারুণ এনজয় করছি। প্রথম তিনটি ম্যাচে বাংলাদেশ দারুণ খেলেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত খেলে হারিয়েছে। পরের দুটি ম্যাচে হারলেও আমাদের খেলোয়াড়দের খুব ইতিবাচক মনে হয়েছে। তারা যে অনেক উন্নতি করেছে তা তাদের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছে। তারা এখন পৃথিবীর যেকোনো দলকে হারানোর জন্য প্রস্তুত। বিশ্বকাপ ইস্যুতে পুরো বাংলাদেশ এক হয়ে আছে। খেলোয়াড়রা মাঠে থাকলেও আমরা সবাই খেলছি। গত দুটি ম্যাচ হারার পর ফেসবুকে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। 

এসবের মূলে একটাই—সবাই জিততে চাইছে। এমন যদি আমরা সব সময় থাকতে পারতাম! আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যত দূর জানি, আগের তিন ম্যাচের চেয়ে আজকের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল। এই সুযোগটাই টাইগারদের নিতে হবে। আমার ধারণা, সবাই মুখিয়ে আছে জয় ছিনিয়ে আনার জন্য। সারা দেশের মানুষের প্রার্থনায় থাকবে মাশরাফিরা। সাকিব এবার যেভাবে খেলছে, তাতে আমরা স্বপ্ন দেখতেই পারি। তামিম, সৌম্য, মাহমুদ উল্লাহরাও সময়মতো জ্বলে উঠবে আশা করি। বোলিং-ফিল্ডিংও অনেক ধারালো হতে হবে। আমাদের হিরো মাশরাফি তো আছেই দলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আমার বিশ্বাস, আজ আমরাই জিতব।
অনুলিখন : রবিউল ইসলাম জীবন
সূত্র: কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে