মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ০৪:২২:৫৪

সিঁথিতে সিঁদুর, হাতে মেহেদী নিয়ে নববধূর বেশে সংসদে নুসরাত জাহান

সিঁথিতে সিঁদুর, হাতে মেহেদী নিয়ে নববধূর বেশে সংসদে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক : লোকসভায় শপথের দিন উপস্থিত থাকতে পারেননি৷ সে সময় ডেস্টিনেশন ওয়েডিং সারতে তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ নুসরাত জাহান৷

রবিবার ভোর রাতে কলকাতায় পৌঁছনোর পর মঙ্গলবার সকালে লোকসভায় শপথ গ্রহণ করলেন নুসরাত৷ বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে গিয়ে শপথের দিন উপস্থিত থাকতে পারেননি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তীও৷ এদিন দু’জনেই লোকসভায় বাংলায় শপথ গ্রহণ করেন৷

সদ্যই বিয়ে হয়েছে৷ তাই একেবারে নববধূর সাজে লোকসভায় পৌঁছান তারকা-সাংসদ নুসরাত৷ বেগুনি পাড় সাদা লিনেন শাড়ির আঁচল ছিল গায়ে জড়ানো৷ হাত ভর্তি মেহেদী, চুড়ি আর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর৷

শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিয়ে করতে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হতে হয় নুসরাতকে৷ শুধু তাই নয়, যখন তার কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে তখনও সেখানে উপস্থিত থাকেননি নায়িকা৷

বরং দূরে থেকে ট্যুইট করেছিলেন তিনি৷ সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেছিলেন, ‘সবকিছু হ্যান্ডেল্ড রয়েছে৷’ এরপরেই বিতর্কের আগুনে আরও হাওয়া লাগে ৷

তবে কোনও বিতর্কে কর্ণপাত না করেই সপরিবারে তুরষ্কে উড়ে গিয়েছিলেন নুসরাত৷ ১৯ জুন হিন্দু মতে তাদের বিয়ে হয়৷ পরেরদিন ছিল হোয়াইট ওয়েডিং ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে