সোমবার, ০৮ জুলাই, ২০১৯, ০৫:১৫:৩৭

২৩ ঘন্টায় এক কোটি, ইউটিউবে রেকর্ড গড়লো 'দমদার খিলাড়ি'

২৩ ঘন্টায় এক কোটি, ইউটিউবে রেকর্ড গড়লো 'দমদার খিলাড়ি'

বিনোদন ডেস্ক : ইউটিউবে আপলোড করার পর ২৪ ঘন্টাও হয়নি, কিন্তু এর মধ্য এক কোটিবার দেখে ফেলেছে দশর্করা। ২৪ ঘন্টায় ১ কোটি ২ লক্ষ ভিউয়ার ভিউ করেছে মুভিটি। 

এটি একটি তেলুগু ভাষা সিনেমার সিনেমা যেটি হিন্দিতে ডাবিং করে আদিত্য মুভিস ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গত কাল। মুভিটি আদিত্য মুভিসের ব্যানারেই নির্মিত হয়। আর আপলোডের সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা।

সিনেমাটির মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন রাম, অনুপমা ও প্রকাশ রাজ। এটি পরিবারিক রোমান্টিক একটি গল্প। যেখানে নায়ক রাম তার মায়ের কথা মতো চাকরি করতে হায়দ্রাবাদ শহরে এসে মায়ের বন্ধু (প্রকাশ রাজ) এর বাড়িতে ওঠে।

প্রকাশ রাজের মেয়ে মানে ছবিটির নায়িকা অনুপমার সাথে প্রথমে বন্ধুত্ব থেকে প্রেম। এরপর গল্পের একের পর এক বাক নিতে থাকে ও সিনেমাটি দর্শকদের কাছে আরও রোমাঞ্চকর হতে থাকে। এটি ২০১৮ সালে তেলুগু ভাষায় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মুক্তি পাই এবং বছরের সবচেয়ে বেশি ব্যবস্যা সফল মুভি ছিল।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে