বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ০৬:০৭:৩৬

ভারতের বিদায়ে হতাশ বলিউড, স্বপ্ন ভেঙেছে আনুশকার

ভারতের বিদায়ে হতাশ বলিউড, স্বপ্ন ভেঙেছে আনুশকার

বিনোদন ডেস্ক : ভারতের জন্য গতকাল বুধবারের রাত ছিল ভয়ংকর দুঃস্বপ্ন। গত বছরের মতো এবারও ভারতকে ‘বিদায়’ বলতে হলো সেমিফাইনালেই। ছুঁয়ে দেখা হলো না স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। অধিনায়ক বিরাট কোহলি এই স্বপ্নভঙ্গের জন্য দুষছেন ৪৫ মিনিটের বাজে ক্রিকেটকে। 

যদিও অকপটে স্বীকার করেছেন, নিউজিল্যান্ডই এই জয়ের যোগ্য। ক্রিকেট নিয়ে এই আলাপের কারণ, বলিউড আর ভারতের ক্রিকেটকে কখনো বিচ্ছিন্ন করা যায়নি, যায় না। শুরু থেকে ক্রিকেট আর বলিউড যেন পাশাপাশি পথ হেঁটেছে। মাঝেমধ্যে পথ পিছলে পড়তে গিয়ে একজন আরেকজনের হাত ধরেছে।

সেই পথচলায় তাদের চোখাচোখি হয়েছে, হয়েছে প্রেম। দিস্তার পর দিস্তা লেখা হয়েছে ক্রিকেট আর বলিউডের ভালোবাসা আর বিরহকাব্য। তাই ক্রিকেট ছাড়া বলিউড আর বলিউড ছাড়া ক্রিকেট যেন রংহীন। 

ক্রিকেটারের ঘরে জন্ম নিয়েছে বলিউড তারকা (যেমন অধিনায়ক মনসুর আলী খান পতৌদির পুত্র বলিউড তারকা সাইফ আলী খান)। আবার বলিউড তারকার প্রেমে পড়েছেন ২২ গজের কোনো এক সুদর্শন কাব্যলেখক।

আবার ধরুন ‘এইটি থ্রি’ ছবিতে রণবীর সিংকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না বিশ্বকাপ ক্রিকেটজয়ী কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব থেকে। স্বপ্ন ভেঙেছে ভারতের, স্বপ্ন ভেঙেছে কোহলির, স্বপ্ন ভেঙেছে বলিউডের, স্বপ্ন ভেঙেছে আনুশকা শর্মার। 

বলিউড তারকা আনুশকারও স্বপ্ন ছিল গ্যালারিতে বসে স্বামী কোহলির হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি দেখার সেই গৌরবময় রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হওয়ার। সেই উদ্দেশ্যে ইংল্যান্ডে উড়ালও দিয়েছিলেন তিনি। কিন্তু এবারের মতো তা আর হলো না। সেই ‘হলো না’র হতাশা যেমন পোড়াচ্ছে ১৭টি দেশ, ২টি মহাদেশসহ ১৪ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গ্যালারিতে বসে ভারতের খেলা দেখতে আসা সেই পরিবারকে, পোড়াচ্ছে বলিউডকেও।

৯২ রানে ৬ উইকেট পড়ার পর এম এস ধোনি আর রবীন্দ্র জাজেদার ১১৬ রানের জুটি ক্রমেই ধূসর করে দিয়েছিল নিউজিল্যান্ডের স্বপ্নের ফাইনাল। কিন্তু ধোনির ওই রানআউটটাই যেন বদলে দেয় সব সমীকরণ। আশার সব বাতি একে একে নিভে যায়। হৃদয়ভাঙা সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকারা বলেছেন।

বলিউড তারকা অনুপম খের, আমির খান, করণ জোহর, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, ঋষি কাপুর, বরুণ ধাওয়ান, অর্জুন রামপাল, রণদীপ হুদা, সোনাক্ষী সিনহা, হুমা কোরেশি, বোমান ইরানীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিউইদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন। ‘ভারত ভালো খেলেছে’ বলেছেন সবাই। তবে তার মধ্যে উঠে এসেছে কিছু হতাশাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে