সোমবার, ২২ জুলাই, ২০১৯, ০৪:৫২:৩০

বাবরি মসজিদের ঘটনা নিয়ে নতুন সিনেমার আমির খানের লুক

বাবরি মসজিদের ঘটনা নিয়ে নতুন সিনেমার আমির খানের লুক

বিনোদন ডেস্ক : আমির খানের ছবি লাল সিং চাড্ডা। বিখ্যাত হলিউড ছবি ফরেস্ট গাম্প-এর রিমেক হতে চলেছে বলিউডের এই ছবিট যা মুক্তি পেতে চলেছে আগামী বছর ২০২০ সালে। 

এই ছবিটি রিমেক হলেও ছবির গল্পটিকে এনে ফেলা হবে ভারতের প্রেক্ষিতে। তাই এদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়তে পারে ছবির গল্পে, এমনটাই জানা গিয়েছে। লাল সিং চাড্ডা-র চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। 

ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চৌহান। ডেকান ক্রনিকল-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, লাল সিং চাড্ডা-র গল্পে উঠে আসবে বাবরি মসজিদ ধ্বংস থেকে নরেন্দ্র মোদির উত্থান। ছবির গল্পটি এমনভাবেই সাজানো হবে যাতে নয়ের দশক থেকে বর্তমান সময়ে, দেশের সমাজ-রাজনৈতিক পরিবর্তনটিকে ধরা যায়।

মূল ছবি ফরেস্ট গাম্প-এও দেখা গিয়েছিল, কীভাবে ফরেস্টের জীবনের ঘটনার পাশাপাশি বদলে যাচ্ছে মার্কিন দেশের রাজনৈতিক পরিস্থিতি, বদলে যাচ্ছেন রাষ্ট্রপ্রধানরা। তেমনই এই ছবিতে ধরা পড়তে চলেছে নব্বই থেকে ২০১৪, ভারতীয় রাজনীতিতে উগ্র দক্ষিণপন্থীদের শক্তি বর্ধন।

নয়ের দশকে যে কাজটি শুরু হয়েছিল, তার সবচেয়ে বড় সাফল্য কিন্তু ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ এবং আবারও, ২০১৯ সালে গেরুয়া বাহিনীর আধিপত্য বজায় রাখা।

কোন কোন ঘটনা ঠিক কতখানি জায়গা জুড়ে থাকবে চিত্রনাট্যের, তা এখনও অবশ্য বিশদে জানা যায়নি। তবে এই ছবিতে আমিরকে প্রথমবার দেখা যাবে পাগড়ি লুকে। নায়িকার ভূমিকায় রয়েছে কারিনা কাপুর খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে