রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০৯:৩৪:৪৬

নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে শ্রীকৃষ্ণ-অর্জুনের সঙ্গে তুলনা করলেন রজনীকান্ত

নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে শ্রীকৃষ্ণ-অর্জুনের সঙ্গে তুলনা করলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক : প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতে কৃষ্ণ-অর্জুনের যুগলবন্দীর কথা বহুল প্রচলিত। কৃষ্ণের পরামর্শ নিয়েই মহাভারতের যুদ্ধে কৌরবদের বিপক্ষে পাণ্ডবদের জয় এনে দিয়েছিলেন অর্জুন। এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃষ্ণ-অর্জুনের সঙ্গে তুলনা করলেন সুপারস্টার রজনীকান্ত!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ে আজ রোববার এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সেখানেই সংবিধানের ৩৭০ ধারা ও জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করায় মোদি সরকারকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহকেও অভিনন্দন জানিয়েছেন রজনীকান্ত।

মোদি সরকারকে উদ্দেশ্য করে রজনীকান্ত বলেছেন, ‘মিশন কাশ্মীরের জন্য প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহকে অভিনন্দন। তারা দুজন যেন শ্রীকৃষ্ণ ও অর্জুন। অবশ্য আমরা জানি না, কে কৃষ্ণ আর কে অর্জুন।’

তামিলনাড়ুতে ২০২১ সালের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে রজনীকান্তের। তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে মোদি সরকারের এমন সিদ্ধান্তকে সমর্থন জানালেও তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল ডিএমকে। সমালোচনা করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা কমল হাসানও। 

গত বছর তামিলনাড়ুর নির্বাচনে নাম লেখানো কমল হাসান সরকারের এমন সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের অবমাননা’ বলে উল্লেখ করেছেন। কমল হাসান বলেন, ‘এটি একটি পশ্চাদমুখী ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। সংবিধানের ৩৭০ ও ৩৫ (এ) ধারায় কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই সেটা আলোচনার ভিত্তিতে আনতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে