সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ০৪:৪৫:১২

আমরা সবাই যুদ্ধ নয় শান্তি চাই, ঘৃণা নয় ভালোবাসা চাই : প্রিয়াঙ্কা চোপড়া

আমরা সবাই যুদ্ধ নয় শান্তি চাই, ঘৃণা নয় ভালোবাসা চাই : প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : এবার আর অভিনয় দিয়ে নয়, প্রিয়াঙ্কা চোপড়া নতুন করে আরও মন জিতলেন। রবিবার এক পাক অধিবাসিনীকে টুইটারে খুব দৃঢ়তার সঙ্গে জানালেন, তিনিও দেশভক্ত। তার কাছে সবার আগে দেশ। 

বালাকোট বিমান হানা নিয়ে টুইটারে তাকে প্রশ্ন ছুঁড়েছিলেন পাকিস্তানের ওই মহিলা প্রিয়াঙ্কার টুইট শেয়ার হতেই ভাইরাল হয়েছে তা। এবং সমস্ত ট্রোল ভুলে ভক্তরা আপাতত মাথায় করে নাচছেন তাদের দেশি গার্লকে। 

শনিবার লস অ্যাঞ্জেলেসের বিউটিকন ফেস্টিভ্যাল ২০১৯ সালের মঞ্চ থেকে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রিয়াঙ্কা। তখনই এই প্রশ্নবাণ ধেয়ে আসে তার দিকে।  

টুইটারে এক ভিডিও-তে দেখা গেছে ওই পাক মহিলা বলছেন, বিশ্বের শান্তির দূত হিসেবে আপনি জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর। আর আপনি মঞ্চে বসে পাকিস্তানে পরমাণু হামলার কথা বলছেন! অবশ্য, এছাড়া আপনার আর করার কিছুই নেই। আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। এটাই আপনার ব্যবসা।"

তারই প্রত্যুত্তরে ধৈর্য না হারিয়ে দৃঢ়ভাবে অভিনেত্রী বলেন, "পাকিস্তানে আমার প্রচুর বন্ধু আছেন। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আমিও যুদ্ধের পক্ষপাতী নই। কিন্তু সবার আগে আমি ভারতীয়। এবং প্রচণ্ড দেশভক্ত। তাই আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী।" 

একই সঙ্গে তিনি বলেন, "নিশ্চয়ই এর কোনও না কোনও সমাধান সূত্র বেরোবে। আমরা ততদিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা সবাই যুদ্ধ নয় শান্তি, ঘৃণা নয় ভালোবাসার পক্ষে।" 

প্রিয়াঙ্কার এই কথা সোশ্যালে ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে টুইটারে অভিনন্দনের জোয়ার আসে। এক নেটিজেনের কথায়, ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে যেভাবে পরিস্থিতি সামলেছেন প্রিয়াঙ্কা তা সত্যিই প্রশংসার যোগ্য। আরেকজনের মতে, খুব ভালো উত্তর দিয়েছেন আমাদের দেশি গার্ল। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে