বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫৮:৩৪

অতিরিক্ত আবেগী হয়েই সাকিব ওটা বলে ফেলেছিলেন!

অতিরিক্ত আবেগী হয়েই সাকিব ওটা বলে ফেলেছিলেন!

স্পোর্টস ডেস্ক : অধিনায়কত্ব উপভোগ করছেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে পরিষ্কার জানিয়েছেন, অধিনায়কত্ব না করতে পারলেই তার ভালো হয়। বিসিবি অবশ্য বলছে, সংবাদমাধ্যমে বললেও সাকিব অধিনায়কত্ব নিয়ে সরাসরি তাদের কিছু জানায়নি।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর সাকিবের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি। সেখানে অধিনায়কত্ব নিয়ে অলরাউন্ডার কিছুই বলেননি বলে দাবি নাজমুলের। বোর্ডের সঙ্গে আলোচনা করছে না, অথচ সংবাদমাধ্যমকে জানাচ্ছেন। তবে বিসিবি প্রধান পুরোনো কথাটাই আবার বললেন, টেস্টের প্রতি সাকিবের আগ্রহ কম।

বিসিবি সভাপতি মনে করেন, অধিনায়কত্ব প্রসঙ্গে সাকিব যা বলেছেন সবই আবেগতাড়িত হয়ে। তিনি বলেন ‘ও (সাকিব) আমাদের সঙ্গে যখন বলবে, তখন আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বলব। হয় কী, মন-টন খারাপ থাকে। হঠাৎ করে আফগানিস্তানের সঙ্গে হারল, আর আমাদের ছেলেরা তো একটু ইমোশনাল। ঠান্ডা মাথায় যা বলার বলব, যদি সে (এটা নিয়ে) বলে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে