সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৩:৩৫

নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া সেই পাক অভিনেত্রী বিপাকে

নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া সেই পাক অভিনেত্রী বিপাকে

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হু'মকি দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী পপশিল্পী রবি পিরজাদা। মোদিকে হু'মকি দেওয়া নিয়ে উ'ত্তে'জনাও ছড়িয়েছিল। 

এবার সেই অভিনেত্রী বিপাকে পড়েছেন। তাকে তলব করেছে পাকিস্তানের বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ। এ জন্য তার সাজাও হতে পারে। তাকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে রবি পিরজাদা নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন।

পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্যানের মহাপরিচালক লে. (অব.) সোহেল আশরাফ বলেছেন, আইন অমান্য করার অভিযোগে রবি পিরজাদাকে দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে।

অজগর, কুমিরসহ সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠেছে রবি পিরজাদার বিরুদ্ধে। অজগরসহ সরীসৃপ প্রাণীগুলোকে নিজের বিউটি পারলারে রাখতেন ওই পপশিল্পী। কোনো কারণে অভিনেত্রী রবি পিরজাদার এমন ধরনের উদ্ভট শখ, তা অবশ্য জানা যায়নি। 

তবে বন্য প্রাণীদের এভাবে পোষ্য বানিয়ে রাখা পাকিস্তানের আইনে অ'পরা'ধ। আর সে জন্যই বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট রবি পিরজাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। এর পরই তাঁর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশের জবাবের ওপর নির্ভর করছে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার কার্যক্রম।

বন্য জীবন সংরক্ষণ আইন ল'ঙ্ঘ'নের অভিযোগে রবি পিরজাদাকে দুই থেকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। একই সঙ্গে ২০ হাজার পাকিস্তানি রুপিও জ'রিমা'না গুনতে হতে পারে।

তবে রবি পিরজাদার নিজের টুইটার অ্যাকাউন্টে বন্য প্রাণী রাখার দায়ে কোনো নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি বাসায় আছি কোনো নোটিশ পাইনি।’

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই ক্ষি'প্ত হয়ে যান রবি পিরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হু'মকি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন পপশিল্পী রবি পিরজাদা। 

রবির ওই ভিডিওতেও ভারতবি'দ্বে'ষী কিছু মন্তব্যও রয়েছে। এবার অন্যায়ভাবে বন্য প্রাণীকে পোষ্য বানিয়ে পারলারে রাখার অভিযোগে অভিযুক্ত হলেন রবি পিরজাদা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে