বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩২:৩০

আজ সালমান শাহ’র ৪৮ তম জন্মদিন

আজ সালমান শাহ’র ৪৮ তম জন্মদিন

বিনোদন ডেস্ক :  আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহানায়ক সালমান শাহ’র ৪৮ তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘরে জন্ম হয় তার। সিনেমায় তার নাম সালমান শাহ হলেও প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। স্কুলে তাকে ডাকা হতো শাহরিয়ার নামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। এই বালকই হয়ে উঠেছিলেন রূপালি পর্দার যুবরাজ।

গত ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় তার আবির্ভাব হয়েছিল তার। এরপর মাত্র চার বছরেই তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। তার অভিনয়, ফ্যাশন, চলন-বলন আর আভিজাত্যে সবকিছুই যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব নায়কদের চেয়ে। তাই নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছিলেন নিজের সময়ের স্বপ্নের নায়ক।

এদিকে তার শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন এবং সবকটিই ছিল ব্যবসাসফল। দেশীয় চলচ্চিত্রের বরপুত্র সালমান চিত্রনায়কের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।

এরপর গত ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে