রবিবার, ০৩ নভেম্বর, ২০১৯, ১২:৪১:৫৪

মৃ'ত্যুর ১০ বছর পরও সর্বোচ্চ আয় করা তারকা মাইকেল জ্যাকসন

মৃ'ত্যুর ১০ বছর পরও সর্বোচ্চ আয় করা তারকা মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক: ২০০৯ সালে কিংবদ'ন্তি পপতারকা মাইকেল জ্যাকসন মা'রা যান। মৃ'ত্যুর পর ১০ বছর অতিক্রা'ন্ত হলেও জনপ্রিয়তায় এতটুকু ভা'টা পড়েনি। আজও তিনি সর্বোচ্চ আয় করা অন্যতম তারকা।

অ্যা'কশোবিজ ডটকমের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে সর্বোচ্চ আয় করা মৃ'ত তারকাদের তালিকায় উঠে এসেছেন মাইকেল জ্যাকসন। এক বছরে তাঁর আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আয়ে অন্য মৃ'ত তারকাদের চেয়ে অনেক এগিয়ে মাইকেল জ্যাকসন। মৃ'ত্যুর পর সাতবার সর্বোচ্চ আয় করা তারকার তালিকায় উঠেছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় সাময়িকী ফোর্বস ‘টপ-আরনিং ডে'ড সেলিব্রে'টিস ২০১৯’-এর তালিকা প্রকাশ করে। সেখানে ওই তথ্য জানানো হয়। তালিকার দশ নম্বরে আছেন র‍্যাপার নিপসি হাসল, যিনি ২০১৯ সালের ৩১ মার্চ গু'লিবি'দ্ধ হয়ে মা'রা যান। এক বছরে তাঁর আয় ১১ মিলিয়ন মার্কিন ডলার (অক্টোবর ২০১৮ থেকে অক্টোবর ২০১৯)।

২০১৯-এ সর্বোচ্চ আয় করা ১০ মৃ'ত তারকাদের তালিকা :

১. মাইকেল জ্যাকসন—৬০ মিলিয়ন মার্কিন ডলার ২. এলভিস প্রিসলি—৩৯ মিলিয়ন মার্কিন ডলার ৩. চার্লস সালজ—৩৮ মিলিয়ন মার্কিন ডলার ৪. আর্লন্ড পালমার—৩০ মিলিয়ন মার্কিন ডলার ৫. বব মার্লে—২০ মিলিয়ন মার্কিন ডলার

৬. ড. সেয়াস—১৯ মিলিয়ন মার্কিন ডলার ৭. জন লেনন—১৪ মিলিয়ন মার্কিন ডলার ৮. মেরিলিন মনরো—১৩ মিলিয়ন মার্কিন ডলার ৯. প্রিন্স—১২ মিলিয়ন মার্কিন ডলার ১০. নিপসি হাসল—১১ মিলিয়ন মার্কিন ডলার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে