শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ১২:৪৫:৫৩

ঢাকার আর্মি স্টেডিয়াম মাতা‌লেন পপব্যক্তিত্ব দালের মেহেন্দী

ঢাকার আর্মি স্টেডিয়াম মাতা‌লেন পপব্যক্তিত্ব দালের মেহেন্দী

বিনোদন ডেস্ক : অব‌শে‌ষে পাগড়ি ও দীর্ঘ আলখাল্লা প‌রে ম‌ঞ্চে হা‌জির হ‌লেন ভারতীয় পপব্যক্তিত্ব দালের মেহেন্দী। ফোকফে‌স্টের প্রথম দি‌নের প্রধান চমক ছি‌লেন তি‌নি। তা‌কে দে‌খেই উচ্ছ্ব‌সিত হ‌লেন দর্শক। ম‌ঞ্চে এসে বল‌লেন কে‌মন আ‌ছো বাংলা‌দেশ। এরপর গান ধর‌লেন। 

শুরুতেই ‘বাহুবলী দ্য বিগিনিং’ চলচ্চিত্রের টাইটেল গান ‘বাহুবলী’ গেয়ে শোনান। এরপর তিনি গেয়ে শোনান ‘বলো তানা রারা’, ‘হ্যায়ো রাব্বা হ্যায়ো রাব্বা’, ‘ম্যায় রাব রাব কারদি’, ‘সারি দিল দে দি কুড়িয়া’, ‘ও গোরি নাচেগি’, ‘গোরি নাল ইশক মিঠা’, ‘হোগায়ে তো বাল্লে বাল্লে’সহ তার জনপ্রিয় সব গান।

শে‌ষে বাংলা‌দে‌শের গা‌য়িকা রুনা লায়লার প্রশংসা ক‌রেন। গে‌য়ে শোনান ‘দমাদম মাস্ত কালান্দার’ গান‌টি। সে সঙ্গে বলিউড চলচ্চিত্রগুলোর জনপ্রিয় বেশ কিছু গান শোনান। দা‌লের মে‌হে‌ন্দির গা‌নে নে‌চে‌ছে স্টে‌ডিয়াম ভরা দর্শক।

দালের মেহেন্দী হলেন একজন ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক এবং পরিবেশবিদ। তার মূল নাম দালের সিং। ভাংড়া সঙ্গীতকে বিশ্বব্যাপী ছ‌ড়ি‌য়ে দি‌তে কাজ ক‌রে চ‌লে‌ছেন তি‌নি। চল‌চ্চি‌ত্রেও উপহার দি‌য়ে‌ছেন অ‌নেক সুপার‌হিট গান।

বৃহস্প‌তিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশের নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা ও তার নৃত্যদল ভাবনার শিল্পীদে‌র না‌চের মধ্য দি‌য়ে শুরু হয় তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে