সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ০৫:০৭:৩৩

শাকিব খানের বাড়ির ম্যানেজার-কেয়ারটেকারকে নিয়ে গেছেন রাজউক কর্মকর্তারা

শাকিব খানের বাড়ির ম্যানেজার-কেয়ারটেকারকে নিয়ে গেছেন রাজউক কর্মকর্তারা

বিনোদন ডেস্ক : নকশা না মেনে অ'বৈ'ধভাবে গুলশানের নিকেতন আবাসিক এলাকায় বাড়ির বর্ধিত অংশ নির্মাণ করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

এ অভিযোগে আজ সোমবার (১৮ নভেম্বর) শাকিব খানকে ১০ লাখ টাকা জ'রিমা'না করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। আজ গুলশান নিকেতনে সকাল ১০টা থেকে রাজউকের উ'চ্ছে'দ অ'ভিযা'ন চলছে।

অ'ভিযা'নকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন না শাকিব খান। তবে তার ভগ্নিপতি, বাড়িটির কেয়ারটেকার ও ম্যানেজার উপস্থিত ছিলেন। জানা গেছে, জ'রিমা'না করার পর ওই ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদ ও ভবনটির কেয়ারটেকার তারেক আহমেদকে নিয়ে গেছেন রাজউকের কর্মকর্তারা।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ভবনটিতে বর্তমানে দায়িত্বে থাকা শাকিবের অন্য সাইটের ম্যানেজার সম্রাট হোসেন। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটির সাইনবোর্ডে লেখা আছে, ‘ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।’

এছাড়া ভবনটিতে গত দুই মাস ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা কামাল আহমেদ জানিয়েছেন, ‘দুপুরে রাজউক থেকে কয়েকজন কর্মকর্তা আসেন। তারা ভবনে মালিক শাকিব খানকে খোঁজ করেন। এ সময় শাকিব খানের ভগ্নিপতি, কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদ তাদের সঙ্গে দেখা করেন। 

ভবনের কিছু অংশ নকশাব'হির্ভূ'ত এমন অভিযোগ করে কাগজপত্র দেখতে চান রাজউকের কর্মকর্তারা। শাকিব খানের পক্ষ থেকে সেসব কাগজ দেখালে সেখানে নাকি ভুল ধরা পড়ে। তাই শাকিব খানকে ১০ লাখ টাকা জ'রিমা'না করা হয়। 

তাৎক্ষণিক জ'রিমা'নার টাকা দিতে না পারায় কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদকে সঙ্গে নিয়ে যান রাজউক কর্মকর্তারা। জ'রিমা'নার টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়া আনতে হবে বলে জানান রাজউকের কর্মকর্তারা।

এছাড়াও ভবনটির যে অংশ নকশাব'হি'র্ভূত, সেই অংশ আগামী ১৫ দিনের নিজ উদ্যোগে অ'পসা'রণ করে নিতে হবে বলেও জানিয়ে দেন তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে