বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০২:৪৪:৩৮

রাস্তায় অবরোধ, হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা

রাস্তায় অবরোধ, হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইউনিয়নে গাঙচিল ছবির শুটিং হবে। আর এ কারণে নায়িকা পূর্ণিমাকে উপস্থিত হতে হবে সেখানে। বুধবার (২০ নভেম্বর) যাওয়ার জন্য পূর্ণিমা বেরও হন। কিন্তু সড়কপথে অবরোধ। ফলে শুটিংয়ে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শুটিং না হলে অনেক টাকা গচ্চা দিতে হবে। পরে নোয়াখালীতে পৌঁছালেন পূর্ণিমা। তবে সড়কপথে নয়, হেলিকপ্টারে করে।

মোবাইলে নোয়াখালী থেকে পূর্ণিমা বলেন, ‘প্রস্তুতি নিয়েছিলাম ভোরে সড়কপথে রওনা হব। কারণ সকাল থেকেই আমার অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বের হওয়ার পর জানতে পারলাম, শ্রমিকেরা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে রাস্তাঘাট অবরোধ করেছেন। এ কারণে জরুরিভাবে হেলিকপ্টারে করে এখানে এসেছি।’

গাঙচিল ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে ১৭ নভেম্বর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই ছবির নাম গাঙচিল রাখা হয়েছে। ছবিতে চরের মানুষের জীবনের গল্প উঠে এসেছে। ছবিটিতে এনজিওর কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। সাংবাদিক সাগর চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। আরও অভিনয় করছেন আসাদুজ্জমান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন ও জয়রাজ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে