শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ১০:৪৪:৫৪

নতুন ডাক্তার ভাইয়ের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন হানিফ সংকেত

নতুন ডাক্তার ভাইয়ের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক : নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার টাঙ্গাইলের মধুপুরের কালিয়াকুড়িতে গরিবের জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন। এলাকার মানুষের কাছে যিনি “ডাক্তার ভাই” নামেই পরিচিত ছিলেন। 

বেকার মা'রা যাওয়ার পর বাংলাদেশের কোনো চিকিৎসক এগিয়ে না এলেও শেষপর্যন্ত হাসপাতালটির দায়িত্ব নিয়েছেন আমেরিকান ডাঃ দম্পত্তি জেসন-মারিন্ডি।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) বিটিভিতে প্রচারিত বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে এই দম্পত্তিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিটিভিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মানবতাবাদী ডাক্তার জেসিনকে ইত্যাদির এই পর্বে আমন্ত্রণ জানানো হয়।

ডাক্তার বেকারের প্রতিষ্ঠিত হাসপাতালের চিকিৎসা সেবায় কিছুটা সহায়তা করার জন্য ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিকস এর সৌজন্যে দুই লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়। ইত্যাদির নন্দিত উপস্থাপক হানিফ সংকেত দুই লাখ টাকার চেক নতুন ডাক্তার ভাই জেসিনের হাতে তুলে দেন।

এসময় চেক হাতে নিয়ে হানিফ সংকেত ও ইত্যাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, এই টাকা আমরা গরীব মানুষের চিকিৎসার জন্য ব্যয় করব।

পৃথিবীতে এত দেশ বা জায়গা থাকতে মধুপুরের কালিয়াকুড়িতে কেন আসলেন? অনুষ্ঠানে হানিফ সংকেতের এমন প্রশ্নের উত্তরে ডাঃ জেসিন জানান, গরীব মানুষের সেবা করতে এসেছি।

ডাক্তার বেকারের মতো নিজেরাও মানুষের সেবা করতে চান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আমাদের অনেক ভালো লাগে। এখানকার মানুষগুলোও খুব ভালো। ওর গরীব, তাই ওদের সেবা করতে পেরে আমরা আনন্দ পাই।

চিকিৎসার মূল কথা মানুষের সেবা, ঠিকমতো সেই সেবা দিতে পারলে ডাক্তার ভাইয়ের আত্মা শান্তি পাবে। এসময় দেশের সকল মানুষের সহযোগিতা চান মার্কিন এই চিকিৎসক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে