শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০২:২৬:৫৮

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই

বিনোদন ডেস্ক : ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকি'ৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃ'শ্বাস ত্যাগ করেছেন। অনেকদিন ধরে তিনি ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভু'গছিলেন।

চিত্রপরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাই'ফ সাপো'র্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাতের খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তার নাক ও মুখ দিয়ে র'ক্ত পড়া শুরু করে। পরে তাকে নেওয়া হয় লাই'ফ সাপো'র্টে।

২০০১ সালে মাহফুজুর রহমান খানের স্ত্রী মা'রা যাওয়ার পর ধীরে ধীরে তিনি অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভু'গছেন তিনি।

মাহফুজুর রহমান খান অসংখ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। স্বীকৃতি স্বরূপ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে