শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৯:৫৭

‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’

‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’

বিনোদন ডেস্ক: সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যমে এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন দু’জনই।

এই বিয়ে সৃজিত-মিথিলা দু’জনেরই দ্বিতীয় বিয়ে। এদিকে বিয়ের খবর প্রকাশ হতেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তারা। সৃজিত নিজেও একটি ছবি পোস্ট করে মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে দেখা যাচ্ছে একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন তারা। আর ছবির ক্যাপশনে লেখা, ‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি/ অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি/ চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়/ খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’।

সৃজিতের ‘জাতিস্মর’ (২০১৪) ছবির একটি গানের লাইন এগুলো। বিয়ের দিন মিথিলাকে শুভেচ্ছা জানানোর জন্য এই গানের লাইনগুলো যেনো প্রয়োজন ছিলো! ‘খোদার কসম জান’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছে অনেকদিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

২০১০ সালে সৃজিতের প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তার ‘জাতিস্মর’ ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়। ‘চতুষ্কোণ’ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন।

সৃজিতের পরিচালিত ‘রাজকাহিনি’ চলচ্চিত্রটি হিন্দিতে ‘বেগম জান’ শিরোনামে পুনঃনির্মিত হয়েছে। তার কয়েকটি চলচ্চিত্র হলো ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’, ‘নির্বাক’ ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে