শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৬:৪০

বিরাট কোহলির ব্যাটে টি-২০ ফরম্যাটে রেকর্ড গড়লো ভারত

বিরাট কোহলির ব্যাটে টি-২০ ফরম্যাটে রেকর্ড গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির দাপুটে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ক্যারিবীয়দের করা ২০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পেয়েছে ভারত।

দলের হয়ে মাত্র ৫০ বল খেলে ছয়টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৯৪ রান করেন বিরাট কোহলি। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এটাই ভারতীয় অধিনায়কের ক্যারিয়ার সেরা ইনিংস। কোহলি ছাড়াও উইন্ডিজের বিপক্ষে শুক্রবার ফিফটি গড়েন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। 

৪০ বলে পাঁচটি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করেন তিনি। কোহলি-রাহুলের জোড়া ফিফটিতে রেকর্ড ২০৮ রান তাড়া করে জয় পায় ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৭ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে তিনবার দুইশতাধিক রান তাড়া করে জয় পেল ভারত।

শুক্রবার ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন উইন্ডিজ। দলের হয়ে ৪১ বলে দুটি চার ৪টি ছক্কায় ৫৬ রান করেন সিমরন হিতমার। ১৭ বলে ৪০ রান করেন এভিন লুইস। ১৯ বলে ৪টি ছক্কায় ৩৭ রান করেন পোলার্ড। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে