শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০১:২৫:২২

৭০ বছর পর উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে থাকতে পারি না: নাসিরুদ্দিন শাহ

৭০ বছর পর উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে থাকতে পারি না: নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান পরি'স্থি'তি নিয়ে হ'তা'শা প্রকাশ করেছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছেন, ৭০ বছর পর আমি উপল'ব্ধি করলান ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না। ভারতের নাগরিকত্ব সং'শো'ধনী আইন নিয়ে প্রথমবারের মতো নীরবতা ভে'ঙেছেন নাসিরুদ্দিন শাহ। 

গত বছরের ডিসেম্বরে ওই আইনটি পাশ হয়েছিল। এ বছরের ১০ জানুয়ারি তা কার্যকর করা হয়। দ্য আয়ারকে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৭০ বছর পরেও তার প্রমাণ করা প্রয়োজন যে তিনি মুসলিম এবং ভারতীয় এবং তার প্রমাণকে অ'বহে'লা করা যায় না। ৭০ বছর ধরে ভারতে থেকেও এবং এখানে কাজ করেও তার ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। তার আর কী করার আছে?

বলিউডের গুণী এই অভিনেতা আরও জানান, 'তিনি ও তার পরিবার ভাবেননি ভারতে এখন পর্যন্ত থাকাটা ক'ঠিন হবে। কিন্তু এখন তাদের উপল'ব্ধি হয়েছে ভারতে তারা মুসলিম হিসেবে থাকতে পারেন না।' ভারতের নাগরিকত্ব সং'শো'ধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়েও স'মালো'চনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, আইনে কেন মিয়ানমার বা শ্রীলঙ্কার নাম রাখা হয়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে