শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫০:০১

দিল্লির হিং'সা'ত্মক পরি'স্থি'তি নিয়ে এবার গ'র্জে উঠলেন নায়ক দেব ও সৃজিত

দিল্লির হিং'সা'ত্মক পরি'স্থি'তি নিয়ে এবার গ'র্জে উঠলেন নায়ক দেব ও সৃজিত

বিনোদন ডেস্ক : দিল্লির সাম্প্রতিক হিং'সা'ত্ম'ক পরি'স্থিতি নিয়ে রী'তিমতো তো'লপা'ড় গোটা ভারত। ক্র'মাগ'ত বাড়ছে মৃ'ত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত সেখানে মৃ'ত বে'ড়ে ৩৪ জন। আ'হ'তের সংখ্যা ২০০। এমন পরি'স্থি'তিতে গ'র্জে উঠেছেন বাংলার শিল্পী ও কলাকুশলীরা। মিমি চক্রবর্তী থেকে অ'নির্বা'ণ ভট্টাচার্যরা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

২৩ ফেব্রুয়ারি থেকে জ্ব'লতে শুরু করেছে দিল্লি। পশ্চিমবঙ্গের ঘাটালের সাংসদ ও চিত্রনায়ক দেব বলেন, ''আমি দেখছিনা দিল্লি পু'ড়ছে.. আমি দেখছি মনু'ষ্যত্ব কুঁ'কড়ে যাচ্ছে।' এভাবেই দিল্লির প্র'ব'ল হিং'সাকে নিয়ে একটি টুইটে মত প্রকাশ করেছেন টলিউড তারকা দেব। তিনি নিজের টুইটে এমন অ'গ্নিগ'র্ভ পরি'স্থিতির সমা'প্তির আশা প্রকাশ করেছেন।

২৫ ফেব্রুয়ারি সংহ'তির বার্তা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি কবিগুরুর ভাষাকে পাথেয় করে লেখেন, ''অহ'রহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী পূরব পশ্চিম আসে তব সিং'হাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে