শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৩২:৫৭

উ’গ্র হিন্দুত্ববা’দীদের আ'ক্রম'ণ থেকে র'ক্ষা করতে এবার এগিয়ে এলেন অভিনেতা প্রসেনজিৎ-দেব

 উ’গ্র হিন্দুত্ববা’দীদের আ'ক্রম'ণ থেকে র'ক্ষা করতে এবার এগিয়ে এলেন অভিনেতা প্রসেনজিৎ-দেব

বিনোদন ডেস্ক : ভারতে মুসলিম বিরোধী আইন নিয়ে স'হিং’স'তায় উ'ত্তাল ভারতের দিল্লি। গত বুধবার ভারতের নাগরিকত্ব সংশো’ধনী আইনের (সিএএ) বি’রোধিতাকারী এবং উ’গ্র হিন্দুত্ববা’দীদের মধ্যে সং'ঘ’র্ষের ঘটনায় দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন নি’হ'তের খবর পাওয়া গেছে। আ’হ'ত অন্তত ২০০ মানুষ।

এমন প'রিস্থি'তিতে  উ’গ্র হিন্দুত্ববা’দীদের আ'ক্র'মণ থেকে র'ক্ষা করতে এবার এগিয়ে এলেন অভিনেতা প্রসেনজিৎ-দেব। উ’গ্র বাদিদের প্রতি নি'ন্দা জানিয়েছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সহিং’সতা বন্ধ করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অবস্থান জানান দিয়েছন তাঁরা।

টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তাঁর টুইটারে জাতীয় পতাকার ছবি পোস্ট করে লেখেন, ‘আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্ব’লছে। আমি কেবল দেখতে পাচ্ছি মানবতা স্ত'ব্ধ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’

টলিউডের আরেক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি লেখেন, ‘দিল্লির অশা'ন্তির ঘটনায় দুঃ'খিত ও বি;ধ্ব'স্ত অনুভব করছি। হিং'সা জ'য়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে এক সঙ্গে এগিয়ে আসি আমরা।’

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্র'তিবা'দ করে টুইট করেন, ‘না, এটা শি'উরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খো'লাখু'লি।’
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে