শনিবার, ২১ মার্চ, ২০২০, ০৫:০৮:০১

১০-১৫ দিন অত্যন্ত বি'পজ্জ'নক, আত'ঙ্ক ছড়াবেন না, সহযোগিতা করুন : শাহরুখ খান

১০-১৫ দিন অত্যন্ত বি'পজ্জ'নক, আত'ঙ্ক ছড়াবেন না, সহযোগিতা করুন : শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ক্র'ম'শ জাল বিস্তার করছে প্রা'ণঘা'তী ভাইরাস করোনা। ইতিমধ্যেই আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১। এমন দুঃ'সহ পরি'স্থিতিতে করোনা থেকে বাঁচতে সেলিব্রিটিরাও সচেতনতার প্রচার শুরু করেছেন। অমিতাভ বচ্চন, অনুপম খের, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় সুর'ক্ষিত থাকার বার্তা দিয়েছেন। 

জানিয়েছেন করোনা থেকে বাঁচতে সবচেয়ে ভাল উপায় গৃহব'ন্দি থাকা। এবার সেই একই কথা শোনা গেল শাহরুখ খানের গলাতেও। টুইটারে তিনিও করোনা সচেতনতায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, 'পরি'স্থিতি অত্যন্ত সং'কটজনক। বিমানবন্দরে নিজের জীবনের পরোয়া না করে যাত্রীদের করোনা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। করোনা যাতে বি'প'দসীমা না ছাড়াতে পারে, তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত চিকিত্‍সক, নার্স। আমাদের শুধু তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে।'

শাহরুখ বলেন, ''সামনের ১০-১৫ দিন অত্যন্ত বি'প'জ্জ'নক। প্রা'ণঘা'তী এই ভাইরাস থেকে বাঁচতে সরকার ও নাগরিকদের হাতে হাত ধরে কাজ করতে হবে। তাই এই সময় ভিড়ের কোনও জায়গায় যাবেন না। খুব দরকার ছাড়া ট্রেন বা বাসে যাতায়াত করবেন না। খুব ভাল হয় যদি নিজেকে ঘরব'ন্দি করে নেন। নিয়মিত হাত সাবান দিয়ে পরিষ্কার করুন। হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে নিন। প্রশাসন যে স্বাস্থ্যবিধি দিয়েছে, তা মেনে চলুন। তবেই দূরে সরবে করোনা।'

করোনা সচে'তনতায় এর আগে একাধিক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। নিজেকে স্বেচ্ছায় ঘরব'ন্দি করে রেখেছেন অমিতাভ বচ্চন। সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়ারা করোনা থেকে বাঁচতে এই সময় করমর্দনের পরিবর্তে দূর থেকে নমস্কার করার পরামর্শ দিয়েছেন। এই সময় হোম কোয়ারেন্টাইনের কথা বলেছেন অভিনেতা কার্তিক আরিয়ানও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে