সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১১:৩৫:২৫

করোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাও : গান লিখলেন নচিকেতা

করোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাও : গান লিখলেন নচিকেতা

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রা'ন্ত বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ'ক্রা'ন্তের সংখ্যা। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। আক্রা'ন্তের সংখ্যা ছাড়িয়েছে। মমতা ব্যানার্জীর পর এবার গান লিখলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। করোনাকে হা'রিয়ে মানবতার জয়কেই নিজের কবিতার রন্ধ্রে রন্ধ্রে তুলে ধরলেন সঙ্গীতশিল্পী। 

'কাঁটাতারের বেড়া ভেঙে যাক, মানবতার হোক জয়' লিখলেন নচিকেতা। সোমবার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নিজের লেখা নিজে কবিতা নিজেই পাঠ করে শোনান নচিকেতা চক্রবর্তী। কবিতাটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সামাজিক অবক্ষয় নিয়ে বারবারই গর্জে উঠেছে নচিকেতার কলম। সে সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম কিংবা পূর্বের পশু কেলে'ঙ্কা'রি। ক'ঠি'ন পরি'স্থিতির মধ্যে নচিকেতা যে কবিতা লিখবেন, সেটাই স্বাভাবিক। 

সে বিষয়ে বারবার গ'র্জে ওঠে নচিকেতার কলম। এখন বিশ্ব যখন সং'কটে। সেই সময় কলম ধরলেন দুই বাংলার জনপ্রিয় নায়ক নচিকেতা চক্রবর্তী। কবিতায় মানুষকে ভয় না পাওয়ার কথা বললেও করোনা গোটা বিশ্বকে যে ভয় দেখাল। তা যেন থেকে যায় মানব সভ্যতা বেঁচে থাকার তাগিদে। কবিতায় সে কথাই লিখলেন নচিকেতা। নচিকেতার করোনা নিয়ে ভিডিওটি দেখুন..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে