মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ০১:৩৫:৩৪

অমাবস্যার কালো দিনে ভাইরাসের শক্তি বেড়ে যায় : টুইট করে হাসির খোরাক অমিতাভ বচ্চন

অমাবস্যার কালো দিনে ভাইরাসের শক্তি বেড়ে যায় : টুইট করে হাসির খোরাক অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যা'কটেরিয়া-সহ ক্ষ'তিকারক শ'ক্তিগুলির ক্ষ'মতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর, ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যা'কটেরিয়া, জী'বাণুর ক্ষ'মতা ধ্বং'স করতে সাহায্য করে। এমনই টুইট করে করোনা আবহে হাসির খোরাক হলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন।

মা'রণ চীনা ভাই'রাস সং'ক্র'মণ রুখতে লকডাউন করা হয়েছে। রবিবার পালন করা হয় জনতা কারফিউ। তবু তার মাঝে জ'রু'রি পরিষেবা দান করে যাচ্ছেন অনেকেই। তাদের জন্য পাঁচ মিনিট হাততালি দেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। ভিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। অভিষেক, ঐশ্বর্যদেরও দেখা যায়।

জ'রুরি পরিষেবা প্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি টুইট করেন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাই'রাস, ব্যা'কটেরিয়া-সহ ক্ষ'তিকরারক শ'ক্তিগুলির ক্ষ'মতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর, ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যা'কটেরিয়া, জীবা'ণুর ক্ষ'মতা ধ্বং'স করতে সাহায্য করে। নে'টিজেনদের একাংশের ক্রমাগত সমালো'চনার জে'রে শেষ পর্যন্ত নিজের টুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে