মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ০৫:৫০:৩৮

লকডাউনের মধ্য সালমান খানের পরিবারে এলো মৃত্যু শোক

লকডাউনের মধ্য সালমান খানের পরিবারে এলো মৃত্যু শোক

বিনোদন ডেস্ক : করোনা কারণে পুরো ভারতজুড়ে চলছে লকডাউন। এমন অসময়ে এক ভাতিজাকে হা'রালেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। করোনা আত'ঙ্কের দিনে এমন দুঃখজনক ঘটনায় শোকে কা'তর সালমানের পরিবার। সালমানের এই ভাইপোর নাম আবদুল্লা খান৷ সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু খবর শেয়ার করে সালমান জানিয়েছেন, 'আবদুল্লা তোমায় খুব মিস করব৷'

জানা গেছে, বহুদিন ধরেই ব্লা'ডসুগারের সম'স্যায় ভু'গছিলেন আবদুল্লা৷ তবে দু'দিন আগেই ফুসফুসে সং'ক্র'মণ হয়৷ শারীরিক অবস্থার অব'ণতি হওয়ার কারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল্লা। সালমান জানিয়েছেন, জিম করে অনেক ফিট ছিল আবদুল্লা। কিন্তু ভেতরে ভেতরে সে অনেক ভু'গছিল।

এ নিয়ে পরিবারে নেমে এসেছে শো'কের ছায়া। মাত্র ৩৮ বছর বয়সে মা'রা গেলেন সালমান খানের ভাতিজা আবদুল্লাহ খান। দীর্ঘ দিন ধরেই ফুস'ফুসের সম'স্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সম'স্যা ছিল। গত কয়েক দিন ধ'রেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ। অবশেষে মৃত্যু হয় তার। ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং তার একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান লিখেছেন, সব সময় তোমাকে ভালোবেসে যাব।

ভারতীয় গণমাধ্যমের খবর, কদিন আগে ফুস'ফুসে সং'ক্রমণ এবং শ্বা'সক'ষ্ট নিয়ে মুম্বাইয়ের ধিরুবাই কোকিলাবেন আম্বানী হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ। কিন্তু সালমানের কানে ভাতিজার অসু'স্থতার খবর আসতেই তিনি মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করার নির্দে'শ দেন। সোমবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় আবদুল্লাহর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে