বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০৫:০৩:০৪

ট্রাক বোঝাই খাবার নিয়ে অসহায় মানুষদের কাছে সালমান খান

ট্রাক বোঝাই খাবার নিয়ে অসহায় মানুষদের কাছে সালমান খান

বিনোদন ডেস্ক : গোটা বিশ্বের প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কে'ড়ে নিয়েছে করোনা ভাইরাস। করোনার কোনো প্রতিষে'ধক বা ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এদিকে, ভারতেও করোনা আক্রা'ন্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে। করোনা সং'ক্র'মণ প্রতিরো'ধে গোটা ভারতজুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বলিউড তারকারা। 

আর সেই তালিকায় অক্ষয়, শাহরুখ, সালমানদের নাম রয়েছে সবার উপরে। লকডাউনের জেরে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রমিকদের যাতে খাবারের অভাব না হয়, তার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সালমান। শুধু তাই নয়, প্রায় ২৩ হাজার মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সালমান খান। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি পানভেলের অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন সালমান খান। 

লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে পরিবারের অনেককে নিয়ে আ'টকে পড়ছেন বলিউড ভাইজান। সেখানে থাকাকালীন পানভেলের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ট্রাকে করে তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এসবের পাশাপাশি এবার আরও এক উদ্যোগ নিলেন এই বলিউড অভিনেতা।

জানা যায়, মুম্বাইয়ের রাস্তায় বিয়িং হাঙরি নামে ট্রাক নামিয়েছেন সালমান খান। ওই ট্রাকে খাবার ভরে করোনা আক্রা'ন্ত অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় থাকা অসহায় মানুষগুলোর পেট ভরাতে খাবার বোঝাই ট্রাক নিয়ে হাজির হয়েছে সালমানের প্রযোজনা সংস্থা। 

ফেডারেশনের অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকেই ওই খবর জানানো হয়েছে। এদিকে, সালমানের বিয়িং হাঙরি ট্রাক রাস্তায় নামার পরই সেই ছবি উঠে আসে সোশ্যাল সাইটে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সালমান খান যেভাবে এগিয়ে আসছেন, তাতে এ অভিনেতাকে সালাম জানাতে মরিয়া হয়ে উঠেছেন ভক্তরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে