সোমবার, ১৮ মে, ২০২০, ০৪:২৭:৩৮

ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অপরাধ : তানজিন তিশা

ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অপরাধ : তানজিন তিশা

বিনোদন ডেস্ক : জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সংসার ভেঙে গেছে। ৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হলো তাদের। রোববার ডিভোর্সের খবর প্রকাশ্যে আনেন অদিতি। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনেত্রী তানজিন তিশা নামে গুজব জড়ানোর চেষ্টা করছে একটি মহল।

সামাজিক যোগাযোগের মাধ্যমের সাথে সাথে এই গুজব জড়ানোর পেছনে কয়েকটি অনলাইনও রয়েছে। অপূর্ব-তিশা জুটির প্রচুর নাটক জনপ্রিয়তা পেয়েছে। এদিকে এমন গু'জবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিশা। এমনকি গু'জব যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার ভোরে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লিখেছেন, আমি সাধারণত গু'জবে সাড়া দিই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যাবহার করবেন না। এতে আমারসহ শিল্পী এবং তার পরিবারের চলমান পরি'স্থিতি আরো খা'রাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, কেউ আমার খ্যাতি কুখ্যাতে ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে।

ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করে তিশা বলেন, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, যার কোনো সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন এই গু'জবে আর ভাগ না বসিয়ে এবং ছড়িয়ে না দেন। কারণ, ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অ'পরা'ধ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভি'ত্তিহী'ন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের আমার শেষ থেকেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে