শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:৩৪:৫৪

সৃজিত আমার খুব প্রিয়, মিথিলা ও আয়রার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়: তাহসান

সৃজিত আমার খুব প্রিয়, মিথিলা ও আয়রার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়: তাহসান

বিনোদন ডেস্ক : নিত্যনতুন বিতর্ক আর গসিপে মোড়া পেজ থ্রি থেকে বেশ খানিকটা 'দূরে দাঁড়িয়ে' তিনি। ২০১৭ সালে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ১১ বছরের দাম্পত্য ভাঙার পরেও কখনও শোনা যায়নি নতুন সম্পর্কের গুঞ্জন। গান, নাটক, ছবিকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন। নিজের গল্প বলতে এ বার ধরেছেন কলম। 

সত্যজিৎ রায়ের মতো 'পলিম্যাথ' হতে চাওয়া তাহসান রহমান খান নাকি বড্ড মুখচোরা। নিন্দুকেরা বলেন, ইচ্ছে করেই তিনি গুটিয়ে রাখেন নিজেকে। আসলে কি তাই? মুখ খুললেন তাহসান। মৃদু হেসে বলেন, আসলে আমি একটু কম সোশ্যাল। তাই সাংবাদিক বন্ধুদের সঙ্গে সে রকম যোগাযোগ রাখতে পারি না। এ ছাড়া এখনও পর্যন্ত ভারতে গিয়ে কোনও কাজ করা হয়নি। ফলে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেও ইন্ডাস্ট্রির কারও সঙ্গে আলাপ নেই। তাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ আসেনি।

ভারতে এত অনুরাগী, কাজের সুযোগ নিয়ে তাহসান বলেন, আসলে আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজের জন্য এখনও ডাক পাইনি। তাই কনসার্ট বা অভিনয়ের জন্যও যাওয়া হয়নি কখনও। তবে এখন কলকাতায় যাওয়ার একটা বড় কারণ পেয়েছি। আমার মেয়ে আয়রা সেখানে তার মায়ের সঙ্গে থাকে। তাই কলকাতা আসার জন্য আমার মন এখন উড়ছে! জীবনের এমন একটা জায়গায় আছি, কলকাতায় যে কাজই পাব, লুফে নিয়ে চলে যাব।

নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ নিয়ে বলেন,  পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকির মনে হয়েছিল বর্তমানে পৃথিবীর যা অবস্থা, এই গল্পটা বলার শ্রেষ্ঠ সময় এখনই।  নওয়াজ উদ্দিনের সঙ্গে কাজ করেও খুব ভাল লেগেছে। আমাদের সৌভাগ্য, এ আর রহমান এই ছবির মিউজিক করেছেন। কিন্তু অতিমারির জন্য সব হল বন্ধ হয়ে যাওয়ায় আমরা আপাতত অপেক্ষা করছি। পরিস্থিতি একটু ঠিক হলে সারা পৃথিবীতে যখন হলগুলি খুলবে, তখনই ছবি রিলিজ করা হবে। আশা করি, ২০২১-এই তা সম্ভব হবে।

কোন পরিচালক ও নায়িকার সঙ্গে কাজ করতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, আমি এ রকম রিজিড চিন্তাভাবনা করি না। আগে দেখি গল্পটা কেমন। তবে এখন সৃজিত আমার খুবই প্রিয়, কারণ আমার মেয়েরও খুব ভাল লাগে ওঁকে। যদিও আগে থেকেই ওঁর কাজ বেশ পছন্দ করতাম। এ ছাড়াও রাজ চক্রবর্তীর কাজ দেখে বেশ ভাল লেগেছে। শ্রাবন্তী খুব মিষ্টি মেয়ে। শ্যুটিংয়ের প্রথম দিক থেকেই খুব ভাল বন্ধুত্ব হয়েছিল ওর সঙ্গে। এখন হয় তো যোগাযোগ রাখা হয় না। কিন্তু খুব ভাল কাজ করছে সে।

মিথিলাকে নিয়ে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দু'জনেই খুব ভালবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমি মনে করি, আমরা দু'জন আলাদা থেকেও আয়রাকে সুন্দর ভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এ ছাড়াও বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ। আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে। ওরা তো এখন সিকিমে। আয়রা বরফ দেখে ওখান থেকেই আমাকে ভিডিয়ো কল করেছিল। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে